ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি নিয়ে শুরুতেই বিতর্ক। মঙ্গলবার প্রথম পর্যায়ে টিকিট বিক্রি শুরু হতেই নিমেষে তা শেষ হয়ে যায়। মঙ্গলবার সন্ধে ৬টায় প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। যদিও প্রথম পর্বে এক ঘণ্টাও টিকিট মেলেনি। নিমেষে সব টিকিট শেষ হয়ে যায়।
আসলে আইসিসির টিকিটিং পার্টনার Bookmyshow, আইসিসিরই অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড ব্যবহার করে প্রথমে টিকিট কেনার সুযোগ দেয়। একজন সমর্থকের কার্ডে সর্বোচ্চ দু’টি করে টিকিট দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। সেইমতো সমর্থকরা টিকিট কাটার চেষ্টা করেন। কিন্তু দেখা যায়, এক ঘণ্টার আগেই প্রথম পর্বের টিকিট শেষ।
অনেক সমর্থক একেবারে শুরুতেই টিকিট কাটার চেষ্টা করেও কাটতে পারেননি। Bookmyshow’র ওয়েবসাইট প্রথমে ক্র্যাশ করে যায়। পরে দেখা যায়, টিকিট কাটার চেষ্টা করলে সমর্থকদের অপেক্ষা করতে বলা হয়। সময়ের সঙ্গে সঙ্গে অপেক্ষা বাড়তে থাকে। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায়, পেমেন্টের সব তথ্য দেওয়ার পর টিকিট মিলছে না। যাতে প্রবল ক্ষুব্ধ সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। তাদের বক্তব্য, Bookmyshow এবং বিসিসিআই টিকিট বিক্রির ক্ষেত্রে দুর্নীতি করছে। কেউ বলছেন, অনলাইনে টিকিট বিক্রির নামে নাটক করা হচ্ছে। আসলে সব টিকিট বিলিয়ে দেওয়া হচ্ছে।
যদিও বিসিসিআইয়ের এক কর্তা বলছেন, সমর্থকদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। পরের পর্বের জন্য প্রচুর টিকিট থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.