Advertisement
Advertisement

Breaking News

Sanju Samson Qatar

জাতীয় দলে জায়গা দিতে হবে সঞ্জু স্যামসনকে, কাতার বিশ্বকাপে পাশে থাকার বার্তা নিয়ে হাজির সমর্থক

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে কাতার বিশ্বকাপে সঞ্জুর সমর্থকদের ছবি।

Fans show support for Sanju Samson from Qatar World Cup stadium | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 28, 2022 1:30 pm
  • Updated:November 28, 2022 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পরেই বারবার প্রশ্ন উঠেছিল, সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে রাখা হয়নি কেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তাঁকে দলে রাখা হলেও দ্বিতীয় ম্যাচে ফের বসিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পরেই রেগে ওঠেন সঞ্জুর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন নেটিজেনরা।

এহেন ঘটনা তো আকছার দেখা যায় নেটদুনিয়ায়। সঞ্জুর ক্ষেত্রে তাহলে নতুন কী? উত্তর পাওয়া গিয়েছে সঞ্জুর আইপিএল টিম রাজস্থান রয়্যালসের টুইটারে। সেখানে দেখা যাচ্ছে, কাতারে ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup) স্টেডিয়ামে দাঁড়িয়েও সঞ্জুকে সমর্থন করেছেন তাঁর ভক্তরা। রাজস্থানের টুইটারে দেখা যাচ্ছে, ফুটবল স্টেডিয়ামে সঞ্জুর পাশে থাকার বার্তা দিয়ে বিশাল ব্যানার তুলে ধরা হয়েছে। আরেকটি ব্যানারে লেখা হয়েছে, “ম্যাচ, দল বা খেলোয়াড় যেই হোক না কেন-আমরা সঞ্জুর পাশে আছি।”

Advertisement

[আরও পড়ুন: আজ সামনে সুইজারল্যান্ড, নেইমার ছাড়াও ফুরফুরে দেখাচ্ছে তিতের ব্রাজিলকে]

শুধু রাজস্থান রয়্যালস নয়, একাধিক নেটিজেনও সঞ্জুর এই পোস্টারের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল কেরলের এই তারকা উইকেটকিপার-ব্যাটারকে। তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে রাখা হলেও আসন্ন বাংলাদেশ সিরিজের দল থেকে তাঁকে আবার ছেঁটে ফেলা হয়েছে। নেটদুনিয়ায় বারবার প্রশ্ন উঠছে, কেন দলে নেওয়া হচ্ছে না সঞ্জুকে? একাংশের মতে, বিসিসিআইয়ের অঙ্গুলি হেলনেই দল নির্বাচন করা হয়। সেই কারণেই উচ্চবর্ণের হিন্দু খেলোয়াড়রা বেশি সুযোগ পান। ব্রাত্য হয়ে থাকেন অন্যান্যরা। সঞ্জুর বাদ পড়া প্রসঙ্গেও একই কথা খাটে বলেই দাবি নেটিজেনদের।

তবে সঞ্জুর বাদ পড়া প্রসঙ্গে মুখ খুলেছেন শিখর ধাওয়ান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর মতে, খেলার কৌশলগত দিকটা মাথায় রেখেই সঞ্জুকে বাদ দিতে হয়েছে। বোলিং বিকল্প হিসাবে দীপক হুডাকে দলে রাখার দরকার ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও সঞ্জুকে বাদ দিয়েই দল গড়েছিলেন। তাঁর মুখেও শোনা গিয়েছিল কৌশলের কথা। তবে জাতীয় দলে ব্রাত্য হলেও ভক্তদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন। ফুটবলের বিশ্বমঞ্চে তাঁর কথা তুলে ধরে ভক্তরা জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যাই হোক, ভারতীয় ক্রিকেটারের পাশেই রয়েছেন তাঁরা।

[আরও পড়ুন:‘আহত’ নেইমারকে নিয়ে উত্তাল ব্রাজিল, তারকাকে সাহস দিলেন রোনাল্ডো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement