সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন দর্শকরা। শনিবার থেকে চেন্নাইয়ের (Chennai) চিপকে (Chepuk) শুরু হল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে অনুমতি না পেলেও এই টেস্ট থেকে মাঠে ঢুকলেন দর্শকরা। তবে সমস্ত দর্শকাসন ভরানো হয়নি। কেবলমাত্র ৫০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অনেকেই খেলা দেখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করলেন।
মারণ করোনা ভাইরাসের (Corona Virus) সংক্রমণ রুখতে গত বছর মার্চ মাস থেকে দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। অন্যান্য সমস্ত কিছুর মতো বন্ধ ছিল খেলাধূলাও। ফলে স্টেডিয়ামে দর্শক প্রবেশের কোনও প্রশ্নও ছিল না। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের শুরু হয় ক্রিকেট-ফুটবল প্রতিযোগিতাগুলো। এদিকে, বছরের শুরুতেই ভারতে শুরু হয়ে যায় করোনার টিকাকরণও। সংক্রমণের গ্রাফও নিম্নমুখী। আর তাই ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে ৫০ শতাংশ প্রবেশের অনুমতি দেওয়া হয়। শনিবার প্রথম দিন থেকেই যে চিপকে যথেষ্ট ভিড় হবে তার আঁচ পাওয়া গিয়েছিল টিকিট কেনার হিড়িক দেখেই। আর হলও তাই। এদিন I, J এবং K স্ট্যান্ডে দর্শকদের বসানো হয়।
ম্যাচের আগেই অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার দীর্ঘদিন পর মাঠে প্রবেশে কথা জানিয়ে ছবি পোস্ট করেন।
Dear #TeamIndia fans we’ve missed you and we are now all set to welcome back crowds to cricket for the second Test.
Can’t wait to have you roaring at The Chepauk tomorrow 💙💙@Paytm #INDvENG pic.twitter.com/7q4S1hPXrB
— BCCI (@BCCI) February 12, 2021
Anbuden , We are Back ❤️#ChennaiTest #INDvENG #Chepauk pic.twitter.com/Fn5yNxomtp
— Neel Patel (@NeelPatel189) February 13, 2021
Test cricket time ❤️ #INDvENG #Chepauk pic.twitter.com/w0zXc4wLhC
— Pradeep (@__pradeep_) February 13, 2021
For the first time in a decade, the famous ‘I, J, K’ stands have fans! #Chepauk #EngvsInd pic.twitter.com/IqhF4RngXh
— Santhosh Kumar (@giffy6ty) February 13, 2021
Great to have crowds back at Indian grounds, they are the lifeline of our great sport, have played a lot at Chepauk, cannot find a more knowledgeable set of people than those who come to watch #cricket in Chennai #IndvEng
— Kiran More (@JockMore) February 13, 2021
Test cricket is already back in India. But, second Test is the real comeback as fans will be back. #INDvsENG #Chepauk pic.twitter.com/gzKW8gPLtB
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) February 13, 2021
After 7 years, I will watch some cricket at the #MAC stadium this weekend.. Looking forward to #TeamIndia bouncing back in the second test..All the best @imVkohli and his boys.. #INDvsENG
— W V Raman #TheWinningSixer (@wvraman) February 12, 2021
এদিকে, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ নাদিম এবং জসপ্রীত বুমরাহ। দলে এসেছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.