Advertisement
Advertisement
Donald Trump

ট্রাম্পের কামব্যাকের নেপথ্যে মাহি ম্যাজিক! ‘থালা ফর আ রিজন’ তত্ত্বে মজে নেটদুনিয়া

কোন অঙ্কে বাজিমাত করলেন রিপাবলিকান প্রার্থী?

Fans of Dhoni claims Thala for a reason for Donald Trump win
Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2024 9:28 pm
  • Updated:November 6, 2024 9:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাবিশ্বে যাই ঘটুক না কেন, তার নেপথ্যে ‘থালা ফর আ রিজন’ খুঁজে পান মহেন্দ্র সিং ধোনির ভক্তকুল। তার ব্যতিক্রম হল না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও। বিপুল ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাহিভক্তদের দাবি, ট্রাম্পের জয়ের নেপথ্যেও রয়েছে থালার ভূমিকা। ধোনির জার্সির ৭ নম্বরের শক্তিতেই নাকি মার্কিন নির্বাচনে বাজিমাত করেছেন ট্রাম্প।

মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘থালা ফর আ রিজন’। কিন্তু কেন মাহির সঙ্গে তুলনা টানা হচ্ছে মার্কিন নির্বাচনের? উত্তরে মাহিভক্তদের দাবি, ভোটের ফল প্রকাশিত হয়েছে ০৬.১১.২০২৪ তারিখে, অর্থাৎ বুধবার। তারিখে থাকা সংখ্যাগুলো নিয়ে চুলচেরা হিসেব করেছেন মাহিভক্তরা। ৬+১+১+২+২+৪ যোগ করেছেন তাঁরা। যোগফল দাঁড়াচ্ছে ১৬। ওই দুটি সংখ্যার যোগফল আবার দাঁড়াচ্ছে ৭, অর্থাৎ ধোনির জার্সি নম্বর।

Advertisement

এখানেই শেষ নয়। প্রত্যেকবারই মার্কিন নির্বাচনের ভাগ্যনির্ধারক হয় ৭টি নিরপেক্ষ প্রদেশ বা সুইং স্টেট। যেগুলি হল, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা ও নর্থ করোলিনা। বলা হয়, এই ৭ প্রদেশ যার দিকে ঝোঁকে আমেরিকার মসনদ যায় তাঁরই দখলে। এবারের নির্বাচনে এই ৭ প্রদেশই এবার রিপাবলিকান প্রার্থীকে দুহাত উজাড় করে আশীর্বাদ দিয়েছে। ৭টি সুইং স্টেটের ৭টিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। ‘৭টি প্রদেশ, অর্থাৎ ধোনির জার্সির ৭ নম্বর’, এই তত্ত্ব তুলে ধরেছেন মাহিভক্তরা।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মার্কিন মুলুকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। ট্রাম্পের নামাঙ্কিত নিজস্ব গলফ কোর্সেই খেলতে নেমেছিলেন দুই বিখ্যাত ব্যক্তিত্ব। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নাকি ধোনিকে গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। বুধবার নির্বাচনের ফলপ্রকাশের পর সেই ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ধোনিভক্তদের দাবি, মাহির সঙ্গে গলফ খেলেই নাকি রাজনীতির ময়দানে কামব্যাক করেছেন ট্রাম্প।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement