Advertisement
Advertisement

Breaking News

Mohammed Siraj

‘রোহিতকে কোনওদিন ক্ষমা করব না’, সিরাজ ৬ উইকেট নিতেই বিস্ফোরণ নেটিজেনদের

জেনে নিন বিষয়টা কী?

Fans lambasts Rohit Sharma for not giving Mohammed Siraj the new ball in ODI final । Sangbad Pratidin

বল হাতে আগুন জ্বালালেন সিরাজ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 3, 2024 5:23 pm
  • Updated:January 3, 2024 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরিয়নে লজ্জার হারের পরে কেপটাউনে দুরন্ত কামব্যাক। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের উপর দিয়ে চলল ‘সিরাজ এক্সপ্রেস’। জীবনের সেরা টেস্ট পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)।
একাই ৬ উইকেট তুলে নিলেন। মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল ডিন এলগারদের ব্যাটিং। এক সেশনের মধ্যেই শেষ হয়ে গেল প্রোটিয়া ইনিংস। সিরাজের দুরন্ত পারফরম্যান্সের পরে রোহিত শর্মাকে কটাক্ষ করতে শুরু করলেন নেটিজেনরা। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে সিরাজকে নতুন বল কেন দেওয়া হল না, সেই প্রশ্ন তোলা হল। 

 

Advertisement

[আরও পড়ুন: লাগাতার ব্যর্থতার জেরে ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হাবাস]

 

আহমেদাবাদের ফাইনালে মহম্মদ শামির হাতে নতুন বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। ২৪০ রানের পুঁজি হাতে নিয়ে ম্যাচ জিততে হলে শুরু থেকেই উইকেট তুলতে হত ভারতকে। শামি শুরুতে উইকেট নিলেও অজিরা কিন্তু শুরুর ধাক্কা সামলে উঠে ম্যাচ বের করে নেয়। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে নেটিজেনরা বলছেন, ”বিশ্বকাপ ফাইনালে সিরাজকে শুরুতে বল দিতে পারত রোহিত।”
আরেক ভক্ত লিখেছেন, ”বিশ্বকাপ ফাইনালের পাওয়ারপ্লেতে কেন সিরাজকে বল করতে দেওয়া হল না? সমস্ত ফরম্যাটে ট্রাভিস হেডকে চারবার আউট করেছে সিরাজ।” এক নেটিজেন বলেছেন, ”মনে করিয়ে দিতে চাই মহম্মদ সিরাজকে কিন্তু বিশ্বকাপ ফাইনালে নতুন বল দেওয়া হয়নি।” সিরাজকে শুরুতে বল না দেওয়ায় রোহিত শর্মাকে কোনওদিন ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন এক নেটিজেন।

[আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল আংটি বদলের ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement