সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাকিংহাম প্যালেসে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ প্রত্যেক ক্রিকেটারের কাছেই গর্বের বিষয়। আর বিশ্বকাপের উদ্বোধনের দিন সেই সৌভাগ্যই হয়েছিল দশ দলের অধিনায়কদের। গোটা বিশ্ব যখন বিরাট-মর্গ্যান-ডু প্লেসিদের সঙ্গে রানির সাক্ষাতের নানা মুডের ছবি দেখতে ব্যস্ত, তখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
কী করেছেন পাক অধিনায়ক? আসলে রাজপরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য প্রত্যেক অধিনায়কই ট্র্যাডিশনাল শার্ট-প্যান্ট ও ব্লেজার গায়ে চাপিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সরফরাজ সেখানে গিয়েছিলেন পাজামা-পাঞ্জাবি পরে। যা পাকিস্তানের ট্র্যাডিশনাল পোশাক। তার উপরই চাপিয়েছিলেন পাক জাতীয় দলের ব্লেজার। আর এতেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হলেন সরফরাজ। অনেকেই তাঁর এই মিক্স অ্যান্ড ম্যাচ পোশাক নিয়ে মশকরা করেছেন। ঠাট্টা করতে ছাড়েননি পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহ। বেশ কড়া ভাষাতেই তিনি লেখেন, ভাগ্য ভাল যে পাক দলের নেতা লুঙ্গি-গেঞ্জি গায়ে বাকিংহাম প্যালেসে যাননি। এমন কটাক্ষের পর অবশ্য দ্বিধা বিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া। বহু পাকিস্তানি ক্রিকেটপ্রেমী সরফরাজের পাশে দাঁড়িয়ে সুর চড়ান। এমনকী ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও সমর্থন পান অধিনায়ক। অনেকেই বলেন, যে পোশাক কোনও দেশের ঐতিহ্য বহন করে, তা পরার মধ্যে কোনও অপরাধ নেই। ভারতীয়রা আবার মহাত্মা গান্ধীর উদাহরণ টেনে বলেন, জাতির জনকও ধুতি পরে লন্ডনে গিয়েছিলেন। এতে আপত্তি বা কটূক্তি করার মতো কিছু হয়নি।
বাইশ গজের লড়াইয়ে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এমনকী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে একেবারেই ভাল নয়, তাও জানে গোটা বিশ্ব। কিন্তু বাইশ গজের বাইরে কোনও পাক ক্রিকেটারকে একেবারেই শত্রু বলে মনে করেন না ভারতীয়রা। তারই দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা। মাঠের তিক্ততাকে মাঠের মধ্যেই রাখতে জানেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
Every other captain, Afghanistan, Australia, Bangladesh, England, India, SouthAfrica, NewZealand, West Indies & Zimbabwe is smartly turned out in jacket & tie, but no, not the Pakistani. No sir, not him. I’m surprised he didn’t come in his Lungi-Banyan-Topi costume. How does …?
— Tarek Fatah (@TarekFatah) May 30, 2019
I differ on this. what is the harm if someone dresses in his own country’s dress. why it is essential to wear suit in England? If that be so, will every foreigner visiting PM Modi, should essentially wear kurta paizama? and alternately should all ladies wear skirt in England?
— ketan Satnalia (@kesa1917) May 30, 2019
It’s really sad that even in such a competitive world, we are judging based on clothes. Let me remind you sir, we Indians too have almost same culture and it’s good if @SarfarazA_54 wants to promote his culture. Also, GROW UP.
— Mohita 🇮🇳 (@itsmohitahere) May 30, 2019
For once i dont see anything wrong in this…
Ideally all the captains should have dressed in their native “poshaakhs”…🙂Does the queen wear a saree when she comes here to visit heads of states? Or her children n grandkids adhere to other cultures dress codes? No! 🙂
— 🇮🇳 Chowkidar Renu Gadgil 🇮🇳 (@RenuGadgil) May 30, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.