সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পারদ। সমর্থকদের আবেগ আর প্রত্যাশা। দুই দেশের ক্রিকেটভক্তদের মধ্যে মাঠের বাইরের বাকযুদ্ধ। যারা ক্রিকেটকে ধর্ম বলে মানে, তাদের কাছে এ লড়াই সম্মানরক্ষার। সময় বদলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু ভারত-পাক ম্যাচ ঘিরে ভক্তদের উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। যার প্রমাণ ফের মিলল ওয়ানডে বিশ্বকাপের মাস চারেক আগেই। হোটেল ভাড়া না পেয়ে ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে হাসপাতালের বেডই ভাড়া করে ফেললেন সমর্থকরা।
চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে সূচি। আইসিসির তরফে আবার টুর্নামেন্টের প্রোমো ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হবে আগামী ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সূচি ঘোষণা হওয়ার পর থেকেই আহমেদাবাদের হোটেলগুলিতে বুকিংয়ের ঢল নামে। চাহিদার সঙ্গে চড় চড় করে বাড়ে হোটেল ভাড়াও। ওই সময় বিমানের টিকিটের দামও আকাশছোঁয়া। তবে ক্রিকেটপ্রেমীদের উৎসাহে ঢজল ঢালা মুশকিলই নয়, অসম্ভব! তাই তো ‘দামী’ আহমেদাবাদেও তুলনামূলক ঠিক থাকার ব্যবস্থা করে নিচ্ছেন তাঁরা।
ফুল-বডি চেক আপ করাবেন। এই কারণ দেখিয়ে হাসপাতালের বেড আগাম ভাড়া করে ফেলেছেন একাধিক সমর্থক। আহমেদাবাদের এক হাসপাতালের চিকিৎসক ডা. পরশ শাহ বলেন, “ফুল-বডি চেক আপের জন্য হাসপাতালের বেড ভাড়া করছেন অনেকে। সেই যুক্তিতে রাতে সেখানেই থেকেও যেতে পারবেন। ফলে চেক-আপও হবে, আবার থাকা-খাওয়ার খরচও বেঁচে যাবে। এমনকী যে কোনও বেডে থাকতেই তাঁরা রাজি।” তবে এক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন অন্য রোগীরা যাঁদের হয়তো বেডের বেশি প্রয়োজন। তাই সব আবদার পূরণ করা হচ্ছে না বলেও জানান।
ডা. পরশ শাহ আরও জানান, তাঁর প্রবাসী বন্ধু বিদেশ থেকে এসে আহমেদাবাদে ম্যাচ দেখার পরিকল্পনা করেছেন। যার জন্য তিনিও হাসপাতালের বেড ভাড়া পাওয়া যাবে কি না, তা জানতে চেয়েছেন। ভারত-পাক লড়াইয়ের সাক্ষী হতে ভক্তরা আর কী কী করতে পারেন, তা ভেবেই অবাক ক্রিকেটবিশ্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.