Advertisement
Advertisement

Breaking News

Pakistan

পাকিস্তান আছে পাকিস্তানেই! পাসপোর্টের মেয়াদ শেষ, দলের সঙ্গে যেতেই পারলেন না ডাক্তাররা

ফের বিপাকে পাকিস্তান।

Expired passport issue! leaves Pakistan team without doctor in Australia। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 11, 2023 2:42 pm
  • Updated:December 11, 2023 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ১৪ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান (Pakistan)। তবে এর আগে ফের একবার পাক ড্রেসিংরুমে ডামাডোল। তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ অস্ট্রেলিয়ায় বাবর আজম (Babar Azam), শান মাসুদদের (Shan Masood) সঙ্গে কোনও চিকিৎসককে পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

কিন্তু কেন এমন ঘটনা সামনে এল?

Advertisement

আসলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের জন্য সোহেল সালিম নামে এক চিকিৎসককে নিয়োগ করেছিলেন পিসিবি কর্তারা। কিন্তু তিনি অস্ট্রেলিয়ার ভিসা পাননি। আরও লজ্জার ব্যাপার হল বিষয়টি জানার পরেও তাঁর ভিসার জন্য চেষ্টা করেননি পাক ক্রিকেট কর্তারা।

[আরও পড়ুন: কেন পিঙ্ক বল টেস্টের প্রতি আগ্রহ কমছে? জেনে নিন আসল কারণ]

যদিও এই খবর প্রকাশ্যে আসতেই পিসিবি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। একটি বিবৃতি প্রকাশ করে সেখানে লেখা হয়েছে, ‘সেলিমের ভিসার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করছি। আশা করা হচ্ছে, টেস্ট সিরিজ শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তিনি সরাসরি পার্থে পৌঁছবেন।’

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করেছিল পাক দল। সেইজন্য অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন বাবর আজম। এর পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছে পাক ক্রিকেট। এবার শান মাসুদের দল টেস্ট খেলতে নামার আগে এমন বিতর্ক সামনে এলেন।

[আরও পড়ুন: ‘সৌরভের ইডেন পারলে ডারবান নয় কেন?’ প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে বিঁধলেন গাভাসকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement