Advertisement
Advertisement
PCB

বাবরদের হারানো বাংলাদেশই পর্যুদস্ত ভারতের কাছে, পাক বোর্ডকে কর্তব্য শেখালেন প্রাক্তন তারকা

ভারতের থেকে কী কী শিখতে বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার?

Ex Pakistan Cricketer Kamran Akmal thinks PCB should learn from BCCI
Published by: Arpan Das
  • Posted:September 23, 2024 5:00 pm
  • Updated:September 23, 2024 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জিতে ভারতে এসেছিল বাংলাদেশ। কিন্তু রোহিতদের বিরুদ্ধে প্রথম টেস্টে পর্যুদস্ত হয়েছেন শান্তরা। স্পষ্টতই, ভারত ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে পার্থক্য পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই দিকেই ফের ইঙ্গিত করলেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল। তাঁর মতে, পাক বোর্ডের উচিত বিসিসিআইয়ের কাছে শেখা।

লাগাতার ব্যর্থতায় জেরবার পাকিস্তান ক্রিকেট। ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরাজয় তো রয়েছেই। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছেন বাবর আজমরা। ব্যাটিংয়ে বাবর আজমের ফর্ম আশঙ্কা জাগিয়ে তুলছে ভক্তদের মধ্যে। প্রশ্নের মুখে পড়েছে বার বার নেতৃত্ব বদলের নীতি। অথচ কোনও বিষয়েই দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেনি পিসিবি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও রয়েছে সংশয়।

Advertisement

এই পরিস্থিতিতে কী করা উচিত? কামরান বলছেন, “পিসিবির উচিত বিসিসিআইয়ের থেকে শেখা। তাদের পেশাদারিত্ব, দল, নির্বাচক, অধিনায়ক, কোচ সবই ভালো। সেগুলোই ভারতকে এক নম্বর দল বানিয়েছে। সেই জন্যই ওরা ক্রিকেটকে শাসন করে। যদি আমরা সত্যিই ভালো দল হতাম, তাহলে আজ পাকিস্তানের এই অবস্থা হত না। কর্তাদের অহংকারের জন্যই পাকিস্তান ক্রিকেট আজ ধুঁকছে।”

যার সাম্প্রতিকতম উদাহরণ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার পর অনেক পাক তারকাই তোপ দেগেছেন। কখনও সমালোচনার মুখে পড়েছে বাবরদের মনোভাব, কখনও-বা পিসিবি প্রধান নকভির উদাসীনতা। সেখানে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে এগোচ্ছে। সেই সঙ্গে জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় একেবারেই সন্তুষ্ট নয় পাক বোর্ড। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের ডামাডোল চলছেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement