তোপের মুখে বাবর আজম।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং। সেখানে এক নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে শুভমান গিল। অথচ হালফিলে একেবারেই ভালো ফর্মে পাকিস্তানের ব্যাটার। তা সত্ত্বেও কীভাবে তিনি আইসিসির ‘ফার্স্ট বয়’? সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারই।
বর্তমানে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে পাক অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার পয়েন্ট ৭৬৫। তার পর রয়েছেন ভারতেরই দুই ক্রিকেটার। যথাক্রমে ৭৬৩ ও ৭৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন শুভমান গিল ও বিরাট কোহলি। অথচ ২০২৩-র নভেম্বরের পর ওয়ানডে ক্রিকেট বাবর খেলেননি।
সেটা নিয়েই প্রশ্ন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির। কারা কোন ভিত্তিতে এই র্যাঙ্কিং পদ্ধতি পরিচালনা করেন, সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, “আমি যখন আইসিসি র্যাঙ্কিংয়ে বাবর আজমকে সবার উপরে বাবরকে দেখি, তার পর রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিদের দেখি। তখন বাকি নামগুলো আর পড়ার প্রয়োজন দেখি না। কারণ সেখানে ট্র্যাভিস হেড ও রাচিন রবীন্দ্রের নাম নেই। আমার মনে হয় আইসিসি চায় বাবর ভালো না খেলুক। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই তো ও খুশি থাকবে। এসব র্যাঙ্কিং কারা বানায়? বাবর ও শুভমান কীসের ভিত্তিতে ওখানে থাকে?”
সেই সঙ্গে বাসিতের সংযোজন, “বাবর শেষ ওয়ানডে খেলেছে গত বছর বিশ্বকাপে। সেই বিশ্বকাপেই রাচিন রবীন্দ্র, কুইন্টন ডি’কক, ট্র্যাভিস হেড, বিরাট কোহলিরা খেলেছে। তাঁরা তিন-চারটে করে সেঞ্চুরি করেছে। পাকিস্তানেরও মহম্মদ রিজওয়ান, ফখর জামানরা সেঞ্চুরি পেয়েছে। তাতেও এগুলো কী ধরনের র্যাঙ্কিং বানায়?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.