Advertisement
Advertisement
Shah Rukh Khan

বড় মনের মানুষ শাহরুখ, কী করেছিলেন? নিজের অভিজ্ঞতা জানালেন প্রাক্তন কেকেআর তারকা

কীভাবে তরুণদের পাশে দাঁড়াতেন শাহরুখ?

Ex KKR pacer Shivam Mavi reveals Shah Rukh Khan's heartwarming gesture। Sangbad Pratidin

নাইট ক্রিকেটারদের কাছে দুনিয়ার সেরা মানুষ শাহরুখ। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 1, 2024 2:47 pm
  • Updated:February 1, 2024 2:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান (Shah Rukh Khan)। নামটাই যথেষ্ট। শুধু বলিউড নয়, কলকাতা নাইট রাইডার্সেও (Kolkata Knight Riders) তাঁকে নিয়ে একইরকমভাবে মজে থাকে সব ক্রিকেটার। ফের এমন উদাহরণ সামনে এল। এবার কিং খানের মহানুভবতা নিয়ে মুখ খুললেন শিবম মাভি (Shivam Mavi)। তরুণ জোরে বোলারের মতে, দুনিয়ার সেরা মানুষ শাহরুখ।

প্রাক্তন ক্রিকেটার মনজ্যোত সিং কালরার পডকাস্টে এসেছিলেন শিবম মাভি। সেখানে শাহরুখ খানের মহানুভবতা নিয়ে আলোচনা শুরু হলে, নাইটদের প্রাক্তন জোরে বোলার বলেন, “পরিচিত মানুষকে সাহায্য করার জন্য শাহরুখ স্যর সবসময় এক পায়ে রাজি। আমার ক্ষেত্রেও তেমনই হয়েছিল। সেই সময় কেকেআরে খেলা সব তরুণ ক্রিকেটারদের খুবই ভালোবাসতেন তিনি। বিশ্বাস করে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর পর্যন্ত দিয়েছিলেন। এবং বলতেন, ‘তোদের যখন ইচ্ছা হবে ফোন করে নিস।’ ওঁর মুখ থেকে এমন কথা শুনে দারুণ অনুভূতি হয়েছিল।”

Advertisement

[আরও পড়ুন: মনোজের বাংলার চাপ বাড়িয়ে রাহানের মুম্বইতে ফিরলেন পৃথ্বী শ]

এমনই একটা ঘটনার কথা উল্লেখ করলেন শিবম মাভি। তিনি ফের বলেন, “ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে আগে শাহরুখ স্যর আমাকে ফোন করেছিলেন। ওঁর শুভেচ্ছায় বেড়েছিল আত্মবিশ্বাস। ওঁর মহানুভবতা জীবনেও ভুলতে পারব না।”

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নাইট সংসারের অন্যতম সদস্য ছিলেন তরুণ ডানহাতি জোরে বোলার। কেকেআরে ভালো পারফরম্যান্স করার সুবাদেই ২০২৩ সালে তাঁর কাছে জাতীয় দলের দরজা খুলে যায়। সেই বছর ৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে তাঁর অভিষেক ঘটে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার আগের রাতে শাহরুখের ফোন এসেছিল। স্বভাবতই বলিউডের বাদশার মহানুভবতায় মজেছেন শিবম মাভি।

[আরও পড়ুন: নির্মলার বাজেট বক্তৃতায় প্রজ্ঞানন্দের নাম, দেশের খেলাধুলো নিয়ে আর কী বললেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement