Advertisement
Advertisement
Ex-cricketer arrested

আইপিএস সেজে পাঁচতারা হোটেলে আমোদ, ঋষভ পন্থের সঙ্গে প্রতারণা! গ্রেপ্তার ক্রিকেটার

অভিযুক্তের দাবি, তাঁর বাবাও ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন।

Ex-cricketer poses as IPS officer to dupe luxury hotels arrested | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 28, 2023 10:28 am
  • Updated:December 28, 2023 10:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও তিনি আইপিএস। কখনও আবার প্রাক্তন ক্রিকেটার। নানা রূপে নানাভাবে নানারকমের প্রতারণা। অবশেষে জালে প্রতারক। দিল্লি পুলিশ গত ২৫ ডিসেম্বর গ্রেপ্তার করেছে মৃগাঙ্ক সিংকে।

এই মৃগাঙ্ক সিং হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-১৯ স্তরের ক্রিকেট খেলেছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি তাঁর। ওই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মূল অভিযোগ তিনি আইপিএস পরিচয়ে বিভিন্ন নামীদামি হোটেলে গিয়ে ওঠেন। সেখানে আমোদ-প্রমোদ করেন। এবং শেষে টাকা না মিটিয়ে পালিয়ে যান। এমনকী ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থকে মোটা অঙ্কের প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]

মৃগাঙ্ক সিং নামের ওই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লির তাজ প্যালেস কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, মৃগাঙ্ক সিং তাঁদের হোটেলে ২০২২ সালের জুলাই মাসে আসেন। কর্নাটকের আইপিএস আধিকারিক পরিচয়ে প্রবেশ করেন। পাঁচদিন হোটেলে থাকেন। বিল হয় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। সেই বিল না মিটিয়ে পালিয়ে যান। একই ভাবে একাধিক হোটেলে প্রতারণার অভিযোগ ওঠে মৃগাঙ্কের বিরুদ্ধে। এর আগে ক্রিকেটার ঋষভ পন্থের থেকেও মোটা টাকা হাতিয়েছিলেন মৃগাঙ্ক। পন্থকে তিনি বলেন, তাঁর লাক্সারি সামগ্রীর ব্যবসা রয়েছে। তুলনামূলক ভাবে অনেক কম দামে ওই সামগ্রী তিনি পন্থকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এবং ১ কোটি ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।

[আরও পড়ুন: আর কতদিন চলবে হামাসের সঙ্গে লড়াই? রাষ্ট্রসংঘকে জানাল ইজরায়েল]

দিল্লির চাণক্যপুরী থানায় মৃগাঙ্কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়ও ওই অভিযুক্ত অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে খবর। মৃগাঙ্কর দাবি, তাঁর ‘বাবা’ অশোক কুমার সিংও ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement