সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দুটো ম্যাচ হেরে একসময়ে রীতিমতো ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়াই ছন্দে ফিরে বিশ্বকাপটাই জিতে নেয়। অন্য দিকে টানা ১০টি ম্যাচ জিতে দুর্বার গতিতে এগোচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে এসে থমকে যায় রোহিত শর্মার অশ্বমেধের ঘোড়া। দেশের স্বপ্নভঙ্গ। স্বপ্ন ভেঙেছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীরও কি মন ভাঙেনি? তিনিও দুঃখ পেয়েছেন। যন্ত্রণাক্লিষ্ট রবি শাস্ত্রী (Ravi Shastri) হার ভুলে সামনের দিকে তাকানোর পরামর্শ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটকে। এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন কোচ জানিয়েছেন, শচীন তেণ্ডুলকরকেও একটা বিশ্বকাপ জেতার জন্য ২০ বছর অপেক্ষা করতে হয়েছিল।
আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে শেষ ল্যাপে এসে হার মানে ভারতীয় দল। শাস্ত্রী অবশ্য ইতিবাচক চিন্তাভাবনা করছেন। তাঁর মতে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ব্যাপারে ভারতই প্রধান দাবিদার।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ”হৃদয়বিদারক হার। কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে আমাদের ছেলেদের। আমি দেখতে পাচ্ছি ভারত খুব শীঘ্রই বিশ্বকাপ জিতবে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সহজে জিতে যাবে ভারত, একথা বলছি না। সেক্ষেত্রে দলতে পুনর্গঠন করতে হবে। কিন্তু ২০ ওভারের ক্রিকেটে ভারত সত্যিকারের কঠিন প্রতিপক্ষ। কারণ দলের নিউক্লিয়াসটা একই থাকছে আর টি-টোয়েন্টি কনিষ্ঠ ফরম্যাট। আমার মতে, এই দিকেই ফোকাস রাখা উচিত।”
টানা ১০ ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে আসল সময়ে ভারতের রথ থমকে যায়। শাস্ত্রী বলেছেন, ”শচীন তেণ্ডুলকরের মতো বিরাট মাপের এক ক্রিকেটারকেও একটা কাপ ঘরে তোলার জন্য ২০ বছর অপেক্ষা করতে হয়েছিল। আবেগপ্রবণ হয়ে পড়ার মতোই বিষয় তবে সহজে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। বিশ্বজয় করতে হলে নির্দিষ্ট দিনে খুব ভালো কিছু করতে হবে। আগে কী করেছ তা নিয়ে কেউই আর পরে ভাবনাচিন্তা করবে না। আসল সময়ে কে কী করছে, সেটাই আসল ব্যাপার।” সেটাই মনে রাখবেন সবাই।
সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, সেমিফাইনাল ও ফাইনালে অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলে। বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ হেরে একসময়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আসল দুদিনে অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনালে নিজেদের সেরাটা তুলে ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.