Advertisement
Advertisement
WPL

WPL Auction: দল পেলেন বিরাটকে প্রেম নিবেদন করা সমকামী ক্রিকেটার

কোন দল পেলেন তিনি?

England’s Danni Wyatt finds team in UP Warriorz in WPL auction । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 9, 2023 4:16 pm
  • Updated:December 9, 2023 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সবার। তাঁর সেই প্রস্তাবে সাড়া দেননি কোহলি। তিনি যে মন দিয়েছিলেন অনুষ্কা শর্মাকে। 
ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানি ওয়াট (Danni Wyatt) আংটি বদল করেছিলেন তাঁর বান্ধবী জর্জি হজের সঙ্গে। জর্জি আবার ফুটবল এজেন্ট। 
শনিবার ২০২৪ সালের মহিলাদের আইপিএলের (WPL 2024) নিলাম চলছে। সেই নিলামে দল পেলেন ড্যানি ওয়াট। ইউপি ওয়ারিয়র্সে গেলেন তিনি। বেস প্রাইস ৩০ লাখে তাঁকে নেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: গোল করলেন এবং করালেন, মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন রোনাল্ডো]

২০২৩ সালের আইপিএলের নিলামেও তিনি ছিলেন। কিন্তু দল পাননি। এবার দল পেলেন ড্যানি ওয়াট।
প্রথম খেলোয়াড় হিসেবে এদিন নিলামে দল পান ফোয়েব লিচফিল্ড। তাঁকে নিয়েছে গুজরাট জায়ান্টস। তাঁর দর ওঠে ১ কোটি টাকা। মহিলাদের বিগ ব্যাশ লিগে লিচফিল্ড খেলেন সিডনি থান্ডারের হয়ে।
৩০ লাখ টাকার বিনিময়ে মেঘনা সিংকে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবার ৪০ লাখ টাকা দিয়ে নিয়েছে জর্জিয়া ওয়ারহ্যামকে। অন্যদিকে ২ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস নিয়েছে আন্নাবেল সাদারল্যান্ডকে। ইংল্যান্ডের অলরাউন্ডার কেট ক্রসকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

Advertisement

[আরও পড়ুন: ‘মেজাজ দেখালে আমিও ছাড়ব না’, আইপিএলে কোহলি-নবীন ঝামেলা ফের উসকে তোপ গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement