Advertisement
Advertisement
ইংল্যান্ড

লর্ডসে অঘটন, বিশ্বজয়ী ইংল্যান্ডকে ৮৫ রানেই গুটিয়ে দিল আয়ারল্যান্ড

আইরিশ বোলিং ঝড়ের সামনে যেভাবে তছনছ হয়ে গেল ইংলিশ ব্যাটিং অর্ডার, তা এককথায় অবিশ্বাস্য।

England vs Ireland Test Day 1: England crash to 43 for 7 in horror start
Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2019 9:08 pm
  • Updated:July 24, 2019 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক দশদিন আগে লর্ডসে তৈরি হয়েছিল ইতিহাস। নিউজিল্যান্ডের বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ করে বাউন্ডারি কাউন্ট নিয়মে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। দশদিন পর এই লর্ডসেই ঘটল অঘটন। বিশ্বজয়ী ইংল্যান্ড মুখ থুবড়ে পড়ল অপেক্ষাকৃত অনেকখানি দুর্বল দল আয়ারল্যান্ডের কাছে। জেসন রয়দের পারফরম্যান্সকে লজ্জার বললেও কম বলা হবে। কারণ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে কয়েক ঘণ্টার মধ্যে মাত্র ৮৫ রানেই গুটিয়ে গেল ইংলিশ বাহিনী। পচা শামুকে পা কাটা বোধহয় একেই বলে।

[আরও পড়ুন: সুয়ারেজ-সেরেনার থেকেও ধনী কোহলি, জানেন কত উপার্জন তাঁর?]

Advertisement

বিশ্বকাপের পর ইংল্যান্ড দলের অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছে। মর্গ্যান-সহ অনেকেই এ দলে নেই। তবে জো রুট, রয়, ওকস, বেয়ারস্টোয়ের মতো তারকারা থাকতেও আইরিশ বোলিং ঝড়ের সামনে যেভাবে তছনছ হয়ে গেল ইংলিশ ব্যাটিং অর্ডার, তা এককথায় অবিশ্বাস্য। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান জো ডেনলির (২৩)। বাকি কেউ কুড়ির গণ্ডিও পেরতে পারেননি। মুরতাঘ একাই তুলে নেন পাঁচটি উইকেট। স্কোরবোর্ডে ইংল্যান্ডের ৭ উইকেটে ৪৩ রান দেখে অবাক গোটা বিশ্ব। জবাবে মাত্র দু’উইকেটেই সে রান টপকে যান আইরিশরা। চারদিনের টেস্টে রুটরা ঘুরে দাঁড়াতে পারবেন কি না, জানা নেই, তবে বিশ্বচ্যাম্পিয়নদের থেকে এমন ব্যাটিং ইংল্যান্ডের অতি বড় শত্রুও আশা করেনি।

 

সামনেই অ্যাসেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসিড টেস্ট ইংল্যান্ডের। তার আগে রুটের নেতৃত্বে প্রতিবেশী দেশের বিরুদ্ধে লর্ডসে নেমেছে ইংল্যান্ড। অ্যাসেজের প্রস্তুতি মঞ্চ হিসেবেই এই ম্যাচকে দেখছেন ক্রিকেটাররা। কিন্তু প্রস্তুতির শুরুতেই রীতিমতো আতঙ্কিত ইংলিশ শিবির। প্রথম ইনিংস একেবারেই সন্তোষজনক হল না। আয়ারল্যান্ডের কাছে যেভাবে নাস্তানাবুদ হতে হল, প্রথম দিনের খেলা শেষে তা নিঃসন্দেহে চিন্তায় রাখবে গোটা দলকে। এর আগে সর্বসাকুল্যে দুটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। দুটিতেই পরাস্ত হয়েছিল তারা। এবার তাদের সামনে বিশ্বচ্যাম্পিয়নরা। লড়াইটা অত্যন্ত কঠিন হবে ধরেই নিয়েছিলেন তাঁরা। কিন্তু শুরুতেই ক্রিকেটপ্রেমীদের চমকে দিল আয়ারল্যান্ড। বিশ্বজয়ের দশদিনের মধ্যেই ইংল্যান্ডের এমন হাল, তাও আবার লর্ডসে, যেন বিশ্বাসই করতে পারছেন না সমর্থকরা।

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে এই দুই তারকা বাদ কেন? দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement