সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার অনুপস্থিতি এবং বিরাট কোহলির ব্যর্থতার দিনে ভারতীয় শিবিরকে চূড়ান্ত স্বস্তি দিয়েছে ঋষভ পন্থের চওড়া ব্যাট। ১৪৬ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে খাদের মুখ থেকে টেনে তোলেন ভারতীয় (Team India) উইকেটকিপার। আর সেই সঙ্গেই ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড।
শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ৮৯ রানে অনবদ্য সেঞ্চুরি করেন পন্থ (Rishabh Pant)। এটাই টেস্টে তাঁর পঞ্চম শতরান। বিলেতের মাটিতে শিষ্যের এহেন সাফল্য দেখে উচ্ছ্বসিত কোচ রাহুল দ্রাবিড়। পন্থ সেঞ্চুরি হাঁকাতেই ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে দু’হাত শূন্যে তুলে উচ্ছ্বাস প্রকাশ করলেন দ্রাবিড়। তাঁর এই বাঁধন ভাঙা আনন্দই বলে দিচ্ছে, পন্থ ফর্মে ফেরাটা কতখানি স্বস্তি দিয়েছে দ্রাবিড়কে।
The moment where it all came together for #RP17 💙
P.S 👉 You’re a special guy if you can get Rahul Dravid to react that way 😉#ENGvIND pic.twitter.com/OBiUVllVYN
— Delhi Capitals (@DelhiCapitals) July 1, 2022
কোচকে খুশি করার পাশাপাশি ধোনিকেও (MS Dhoni) পিছনে ফেলে দিলেন তিনি। এজবাস্টনের বাইশ গজে তৈরি হল নয়া রেকর্ড। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে কম বলে টেস্টে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। ২০০৫ সালে ফইজলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ রানে শতরান করেছিলেন ধোনি। শুধু তাই নয়, একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে চারটি শতরান ঝুলিতে ভরলেন পন্থ। তাঁর কেরিয়ারের খাতায় নথিভুক্ত হয়েছে আরও একটি রেকর্ড। সর্বকনিষ্ঠ উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০০০ রানের গণ্ডি পার করলেন তিনি।
চোখ ধাঁধানো সেঞ্চুরি করে পন্থ বলছেন, “প্রতিপক্ষ (ইংল্যান্ড) বেশ ভাল। তবে আমি সেসব নিয়ে বিশেষ ভাবিনি। আমি শুধু নিজের ১০০ শতাংশ উজার করে দিতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই আমার কোচ তারক স্যর বলতেন, আমি ব্যাটটা চালাতে পারি। কিন্তু ডিফেন্সটা নিয়ে খাটতে হবে। সেটাতেই তাই জোর দিয়েছিলাম। টেস্টে ডিফেন্স করাটাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা বল মারা যায় না। ডিফেন্ড করতে হয়। সেই বুঝেই ব্যাটিংটা করছিলাম।” পন্থের কথাতেই স্পষ্ট, তিনি ব্যাটার হিসেবে কতখানি পরিণত হয়ে উঠেছেন। ব্যক্তিগত নজিরের পাশাপাশি জাদেজার সঙ্গে পার্টনারশিপেও নয়া রেকর্ড গড়েন পন্থ। একসঙ্গে ২২২ রান করেন তাঁরা। ভারতীয় জুটি হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ষষ্ঠ উইকেটে যা সর্বোচ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.