Advertisement
Advertisement

Breaking News

Ben Stokes: লক্ষ্য জোড়া বিশ্বকাপ, অবসর ভাঙিয়ে ‘বিগ বেন’-কে ফেরাতে মরিয়া ইংল্যান্ড

এছাড়া জোফ্রা আর্চারের মেডিক্যাল রিপোর্টের উপরেও নজর রাখা হবে।

England still hopeful of Ben Stokes ODI comeback ahead of World Cup 2023। Sangbad Pratidin

বেন স্টোকস কি এবারের বিশ্বকাপ খেলবেন? আলোচনা তুঙ্গে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 13, 2023 7:44 pm
  • Updated:August 13, 2023 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর (ICC ODI World Cup 2019), ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জিতেছিল ইংল্যান্ড (England)। দু’বারই ব্রিটিশদের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন বেন স্টোকস (Ben Stokes)। কিন্তু টেস্টে নিজেকে তুলে ধরার জন্য এহেন তারকা অলরাউন্ডার অনেক ১৩ মাস আগেই ওডিআই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। তবুও দ্বিতীয়বার বিশ্বজয়ী হওয়ার জন্য বেন স্টোকসকে দলে ফেরাতে মরিয়া ইসিবি (ECB)।

ভারতের মাটিতে এবার আয়োজিত হবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। সেটা মাথায় রেখেই বেন স্টোকসের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন জস বাটলার (Joss Buttler)। এরসঙ্গে তারকা জোরে বোলার জোফ্রা আর্চারের (Jofra Archer) শরীর কেমন থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: নয়া কোচ কুয়াদ্রাতের হাত ধরে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, হুঙ্কার দিলেন ডার্বি জয়ী মিডফিল্ড জেনারেল খাবরা]

আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ আগস্ট বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করবে ইসিবি। সীমিত ওভারের কোচ ম্যাথু মট জানিয়েছেন আসন্ন বৈঠকে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টোকসকে রাজি করিয়ে জস বাটলার আবারও ফিরিয়ে আনতে পারেন কি না সেটাই দেখার। এছাড়া ২০১৯ বিশ্বকাপের হিরো জোফ্রা আর্চারের মেডিক্যাল রিপোর্টের উপরেও নজর রাখা হবে।

সম্প্রতি অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ১৫৫ রানের একটা দুর্ধর্ষ ইনিংস। যদিও এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড শেষপর্যন্ত হেরে যায়। এরপর লিডস টেস্টেও স্টোকস ৮০ রানের একটা ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন। ফলে একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের এই ৩২ বছর বয়সি ক্রিকেটার যদি আরও একবার কামব্যাক করলে, ইংল্যান্ড কাপযুদ্ধে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়েই নামতে পারবে।

[আরও পড়ুন: East Bengal: ডার্বি জয়ের হ্যাংওভারের মধ্যেই সপরিবারে কলকাতায় হোসে অ্যান্তোনিও পার্দো লুকাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement