Advertisement
Advertisement

Breaking News

James Anderson

২০ বছরের ক্রিকেট জীবনের সমাপ্তি, লর্ডস টেস্টের পরেই অবসর অ্যান্ডারসনের

একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট রয়েছে ইংল্যান্ড তারকার।

England Pacer James Anderson to retire from Cricket after Lords test
Published by: Arpan Das
  • Posted:May 11, 2024 8:20 pm
  • Updated:May 11, 2024 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদশকেরও বেশি সময়ের ক্রিকেট জীবনের সমাপ্তি। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের (James Anderson)। অবশেষে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ৪১ বছর বয়সি তারকা।

জুলাইয়ে লর্ডসে শেষ টেস্ট ম্যাচ খেলবেন অ্যান্ডারসন। লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেবেন তিনি। শনিবার সোশাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন কিংবদন্তি পেসার। তিনি লিখেছেন, “সবাইকে জানাতে চাই, সম্ভবত এই গ্রীষ্মে লর্ডসে শেষ টেস্ট খেলতে চলেছি। ছোট থেকে যে খেলাকে ভালোবেসেছি, সেই খেলায় ২০ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আমি জানি, এটাই ক্রিকেট থেকে সরে যাওয়ার আদর্শ সময়। যেভাবে আমি করেছি, সেভাবেই বাকিরা স্বপ্নপূরণ করুক। কারণ এর চেয়ে ভালো আর কোনও অনুভূতি নেই।”

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে প্লে অফের লড়াইয়ে ৬ দল, সাপ-লুডোর অঙ্কে শেষ চারে পৌঁছবে কারা?]

আগামী ১০ জুলাই থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। যে লর্ডসে তাঁর অভিষেক ঘটেছিল, সেখানেই ক্রিকেটকে বিদায় জানাবেন জিমি। সোশাল মিডিয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবার ও সকল ভক্তদের। ইংল্যান্ড পেসার লিখেছেন, “এখন আমার সামনে নতুন চ্যালেঞ্জ। গলফ খেলে সামনের দিনগুলো কাটাতে চাই। সকলকে ধন্যবাদ। আমার মুখে কখনও ফুটে না উঠলেও সকলের কাছে আমি কৃতজ্ঞ। টেস্টে দেখা হবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by James Anderson (@jimmya9)

চলতি বছরে ভারতের মাটিতেও টেস্ট খেলেছেন তিনি। ভালো ছন্দে না থাকলেও সেই সিরিজেই ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন জিমি। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তাঁর সামনে আছেন শেন ওয়ার্ন (৭০৮) ও মুথাইয়া মুরলিধরন। অ্যান্ডারসন টেস্ট খেলেছেন ১৮৭টি। ওয়ান ডে-তে ১৯৪ ম্যাচে নিয়েছেন ২৬৯টি উইকেট। ইংল্যান্ডের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০১৫ সালে।

[আরও পড়ুন: বাদ নেইমার-কাসেমিরো, বিস্ময় বালককে সামনে রেখেই কোপা জয়ের ছক ব্রাজিলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement