ইংল্যান্ডের বিরুদ্ধে কি বদলা নিতে পারবে ভারত?
দেবাশিস সেন, গায়ানা: তাহলে কি দু’বছর আগের বদলা গায়ানাতেই হয়ে যাবে?
গত চব্বিশ ঘণ্টায় ভারতীয় ক্রিকেট-মহলজুড়ে শুধু একটাই আলোচনা হয়েছিল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) সেমিফাইনালে ইংল্যান্ডের (England) কাছে হেরে স্বপ্ন চুরমার হয়েছিল ভারতের (Team India)। আরও একটা বিশ্বকাপ সেমিফাইনাল সামনে সেই ইংল্যান্ড। স্বাভাবিকভাবে বদলার আবহ যে তৈরি হবে, সেটা সবার জানা।
ভারতীয় টিম অবশ্য নিজেদের এসবের থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছে। অধিনায়ক রোহিত শর্মা নিজে বলে গিয়েছেন, প্রতিপক্ষ নিয়ে তাঁরা খুব একটা ভাবছেন না। বরং টিম এতদিন যেভাবে খেলে এসেছে, ইংল্যান্ডের বিরুদ্ধেও সেটাই করবে। বাড়তি কোনও কিছু করার চিন্তা-ভাবনা নেই। সতেরো বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু সে’বারও সব ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিতরা এবার যা করেছেন।
সুপার এইটে অস্ট্রেলিয়র বিরুদ্ধে রোহিত নিজে বিধ্বংসী ব্যাটিং করেছেন। জসপ্রীত বুমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। কুলদীপ যাদব যথারীতি দারুণ। গায়ানার পিচে স্পিন গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে ধরে নেওয়া হচ্ছে। গত কয়েক বছরে গায়নার উইকেট স্পিনারদের সাহায্য করেছে। এই ম্যাচেও স্লো-টার্নার হবে পিচ। তবে সবচেয়ে বেশি চিন্তা বৃষ্টি নিয়ে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী টসের সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিয়ম অনুযায়ী নির্ধারিত যা সময় চার থেকে চার ঘণ্টা দশ মিনিট আরও বাড়ানো সম্ভব। কিন্তু বৃষ্টির জন্য যদি তারপরও খেলা শুরু না হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্য রিজার্ভ ডে নেই। তবে ভারতের অবশ্য চিন্তার খুব একটা কারণ নেই। কারণ কোনও কারণে ম্যাচ বাতিল হয়ে গেলে ফাইনালে চলে যাবে রোহিতরা। সুপার এইটে ভারত এক নম্বরে ছিল। ইংল্যান্ড গ্রুপ টেবিলে দু’নম্বরে শেষ করেছিল। এক্ষেত্রে গ্রুপ শীর্ষে থাকার জন্য ফাইনালে চলে যাবে ভারত।
মঙ্গলবার রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে জর্জটাউনে। সকালে স্টেডিয়ামে গিয়ে দেখা গেল, প্র্যাকটিস উইকেট একেবারে ঢেকে রাখা হয়েছে। মাঠকর্মীরা মাঠ শুকনো করার কাজ করে যাচ্ছেন। একটা আশার কথা, বলা হল ম্যাচের দিন যদি আধ ঘণ্টা-চল্লিশ মিনিট বৃষ্টিও হয়, তাহলেও অসুবিধে হবে না। বৃষ্টির থামার পনেরো মিনিটর মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া যাবে। এক মাঠকর্মী বলছিলেন, ‘‘এখানকার আউটফিল্ড খুব ভাল। নিকাশি ব্যবস্থাও দারুণ। তাই বৃষ্টি থেমে যাওয়ার পর ম্যাচ শুরু করতে খুব বেশি সময় লাগবে না।’’
তবে একটা কথা বলে দেওয়া হয়, ম্যাচের দিন সকালে মেঘলা আবহাওয়া থাকবে। ফলে যে টিম টসে জিতবে আগে ফিল্ডিং করে নিতে চাইবে। এমনিতে ভারতীয় দল দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তবে সেমিফাইনালে নামার আগে রোহিতরা আরও বেশি সতর্ক। কারণ নকআউট পর্বে একটা ভুল সব কিছু শেষ করে দিয়ে যেতে পারে। তাছাড়া টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে এক-দু’ওভার ম্যাচ রং পুরো বদলে দিয়ে যায়। আর ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। ফিল সল্ট ছন্দে রয়েছেন। আগের দিন জস বাটলার বিধ্বংসী ব্যাটিং করেছেন। তবে ভারতীয় যা বোলিং অ্যাটাক, তাতে অনেকেই সেমিফাইনাল যুদ্ধে ফেভারিট হিসাবে ভারতকেই দেখছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.