সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের (New Zealand) পর ইংল্যান্ডও (England) নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান (Pakistan) সফর বাতিল করেছিল। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। শেষপর্যন্ত অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। ইসিবির পক্ষ থেকে গোটা ঘটনাটির জন্য ক্ষমা চাওয়া হয়েছে। পাশাপাশি আশ্বস্ত করা হয়েছে আগামী বছর শীতে পূর্ণাঙ্গ পাক সফর করবে ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল।
এক বিবৃতিতে ইসিবি চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি আগামী বছর পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারেও আশ্বস্ত করেছেন। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, “আমি দুঃখিত আমাদের সিদ্ধান্তের জন্য অনেকেরই খারাপ লেগেছে। বিশেষ করে পাকিস্তানে। এই সিদ্ধান্ত নেওয়া বোর্ডের জন্য খুবই কঠিন ছিল। তবে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং মানসিক অবস্থার কথা ভেবেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।”
পরবর্তীতে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াটমোর জানান, এই পুরো সিদ্ধান্তটি বোর্ডের তরফ থেকেই নেওয়া হয়েছে। এজন্য ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম আলোচনাই করা হয়নি। এরপরই হোয়াটমোর জানিয়ে দেন, আগামী বছরই পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে যাবে ইংল্যান্ডের মহিলা এবং পুরুষ ক্রিকেট দল। যার দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেবে ইসিবি।
এর আগে কিউয়িদের পর ইংল্যান্ডও পাকিস্তান সফর থেকে নাম তুলে নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে পিসিবি। ২০০৫ সালের পরে এই প্রথম পাকিস্তানের মাটিতে খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ মুহূর্তে একটিও ম্যাচ না খেলেই সিরিজ বাতিল করে দিয়েছে তারা। নিরাপত্তাজনিত অনিশ্চয়তাকেই দেখানো হয়েছে কারণ হিসেবে। অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও জানায়, তাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই পাকিস্তানে এসে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরপর বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে তারা জানিয়েছিল, প্রধান দল নয়, বড়জোর ‘বি’ টিম পাঠাতে পারে। এভাবে একের পর এক সিরিজ বাতিল মোটেই ভালভাবে নেয়নি পাকিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.