সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী পাকিস্তান। ১৫০০-র বেশি রান হওয়া একটি ম্যাচে ৭৪ রানে জিতে শেষ হাসি হাসেন বেন স্টোকসরা। নয়া নজির গড়েছেন জেমস অ্যান্ডারসন। ভেঙেছেন ভারতীয় প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের রেকর্ড। তবে প্রশ্ন হল, পাকিস্তানের হারে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে কোনও সুবিধা পাবে ভারত?
উত্তর হল হ্যাঁ। পাক দলের হারে লাভবান হলেন রোহিত শর্মারা। আসলে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথ প্রশস্ত হত বাবর আজমদের। কিন্তু তেমনটা হল না। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। কিন্তু ভারত কিংবা অস্ট্রেলিয়া যদি নিজেদের আসন্ন টেস্ট সিরিজে জয়ী হয় তাহলে বাবরদের চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2022) পৌঁছনোর স্বপ্ন কার্যত ভঙ্গই হয়ে যাবে।
এবার দেখে নেওয়া যাক ইংল্যান্ডের জয় ভারতের (Team India) উপর কী প্রভাব ফেলবে। চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দু’মাসের টেস্ট সিরিজ রয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। সেই দুই ম্যাচই জিততে হবে তাঁদের। পাশাপাশি ঘরের মাটিতে অজিবাহিনীর কাছে একটার বেশি ম্যাচে হারলে চলবে না। তাহলেই প্রথম দু’য়ে থাকার সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডে-তে লজ্জার হার হয়েছে রোহিতদের। তাই শাকিব আল হাসানদের বিরুদ্ধে পাঁচদিনের লড়াইটাও খুব সহজ হবে না, তা বলে দেওয়াই যায়।
এদিকে, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে নিজেদের খারাপ পারফরম্যান্সের কথা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক বাবর আজম। বলে দেন, যতটা ভাল খেলা উচিত ছিল, দল তার ধারে-কাছে পৌঁছতে পারেনি। এই ম্যাচেই তৈরি হয়েছে একাধিক রেকর্ড। ১১২ বছরের রেকর্ড ভেঙে খেলার প্রথম দিনই পাঁচশোর বেশি রান তুলেছিল ইংল্যান্ড।
দলের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড গড়েন অ্যান্ডারসন। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে মোট ৯৫৭টি উইকেটে মালিক হয়ে গেলেন তিনি। টপকে গেলেন ভারতের প্রাক্তন স্পিনার তথা কোচ অনিল কুম্বলেকে। সর্বোচ্চ উইকেটপ্রাপকদের তালিকায় আপাতত তিন নম্বরে তিনি। তাঁর সামনে রয়েছেন মুথাইয়া মুরলীথরন (১৩৪৭) এবং শেন ওয়ার্ন (১০০১)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.