Advertisement
Advertisement

Breaking News

England

রোহিতদের বিরুদ্ধে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া, ভারত সফরের দল ঘোষণা ইংল্যান্ডের

প্রায় একবছর পর সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে জো রুটের।

England announces squad for ODI and T20I series in India tour

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2024 6:48 pm
  • Updated:December 22, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন চ্যালেঞ্জ। তার আগে ভারতের মাটিতে খেলতে আসছে ইংল্যান্ড। রবিবার সেই সিরিজের দল ঘোষণা করল ইসিবি। প্রায় একবছর পর সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে জো রুটের। তবে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন বেন স্টোকস।

আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটিই খেলা হবে ইডেনে। ২২ জানুয়ারি সন্ধে সাতটায় ক্রিকেটের নন্দন কাননে দুই দল মুখোমুখি হবে। টি-২০ সিরিজ শেষ হওয়ার পরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ঝালিয়ে নেবেন রোহিত শর্মা-জো রুটরা। ১২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে ওয়ানডে সিরিজ। তার এক সপ্তাহ পরেই সম্ভবত শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

Advertisement

জানা গিয়েছে, ১৭ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে ইংল্যান্ড। ওয়ানডে এবং টি-২০ দুই দলকেই নেতৃত্ব দেবেন জস বাটলার। প্রায় এক বছর পরে ওয়ানডে খেলতে নামবেন রুট। ২০২৩ সালে ভারতের মাটিতেই শেষবার ওয়ানডে খেলেছেন রুট, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে। তারপরে টেস্টে স্বপ্নের ফর্মে রয়েছেন সাম্প্রতিক কালের অন্যতম সেরা ব্যাটার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে তাঁর উপরে ভরসা করছে ইংল্যান্ড। তাই উপমহাদেশের উইকেটে মানিয়ে নেওয়ার তাঁকে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে।

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, বেন ডাকেট, জেমি ওভার্টন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, বেন ডাকেট, জেমি ওভার্টন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement