নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্ট জিতেও সিরিজের (India vs England) লিড হাতছাড়া হয়েছে। মরণ বাঁচন ম্যাচের একদিন আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। বুধবার নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। সেই ম্যাচে মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে থ্রি লায়ন্স ব্রিগেড।
পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত টানটান উত্তেজক ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্যাচে ১৯০ রানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। ১০৬ রানে জয় ছিনিয়ে নেয় রোহিত ব্রিগেড। ১০ দিনের লম্বা বিরতির পর বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।
প্রথামাফিক ম্যাচের আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। সকলকে চমকে দিয়ে মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনারকে দলে রেখেছে তারা। প্রথম টেস্টের এক ইনিংসে সাত উইকেট পাওয়া টম হার্টলির সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন রেহান আহমেদ। দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন তারকা পেসার মার্ক উড। তাঁকেও দলে ফেরানো হয়েছে। টানা দুটো টেস্টে খেলবেন অভিজ্ঞ জিমি অ্যান্ডারসনও।
One change to our XI for the third Test in Rajkot 🏏 🔁
🇮🇳 #INDvENG 🏴 #EnglandCricket
— England Cricket (@englandcricket) February 14, 2024
ভারত সফরে এসে একেবারেই জ্বলে উঠতে পারেননি তারকা জো রুট। তবে দুই টেস্টে ব্যর্থ হলেও তাঁকে দলে রাখা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বেন স্টোকস। তবে অভিষেকের পরের টেস্ট ম্যাচেই বসিয়ে দেওয়া হল পাক বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশিরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.