সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নটিংহ্যামের পর এবার বার্মিংহ্যাম। এজবাস্টন টেস্টেও থাবা বসাল বর্ণবিদ্বেষ। তবে এবার নিশানায় ক্রিকেটাররা নন। এজবাস্টন টেস্টে (Edgebaston Test) খেলা দেখতে যাওয়া ভারতীয় সমর্থকদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ উঠল ইংল্যান্ড সমর্থকদের বিরুদ্ধে।
ইংল্যান্ডের ফুটবল সমর্থকরা যতটা কুখ্যাত, ঠিক উলটোটা প্রযোজ্য সেদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। বিপক্ষ ক্রিকেটার ভাল পারফরম্যান্স করলে প্রশংসা করতে কুণ্ঠিত হন না ইংরেজ সমর্থকরা। সেভাবে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে না ইংল্যান্ড দর্শকদের বিরুদ্ধে। কিন্তু ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে দু’বার একই ঘটনা ঘটল। নটিংহ্যামে আক্রান্ত হয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। এবারের অভিযোগ আরও গুরুতর।
এজবাস্টনে চতুর্থ দিন খেলা দেখতে যাওয়া বহু ভারতীয় সমর্থক (Indian Cricket Fans) সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, তাদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন ইংরেজ ক্রিকেট সমর্থকরা। বিদ্বেষপূর্ণ কটাক্ষ, অঙ্গভঙ্গি সবই করতে দেখা যায় ইংরেজ সমর্থকদের। সেসব ভিডিও-ও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, মাঠের নিরাপত্তারক্ষীরা এসব দেখা সত্ত্বেও নীরব ছিলেন। এমনকী তাঁদের বিরুদ্ধে এইসব কাণ্ডকারখানায় উৎসাহ দেওয়ার অভিযোগও উঠেছে।
#racism #ENGvIND #Edgbaston #verbalabuse Disappointed to hear and see racist slur against Indian players @imShard and @mdsirajofficial by the spectators in the south lower stand at Edgaston, UK.
Cricket is no longer a gentlemen’s game here in the UK 🙁 pic.twitter.com/WmqFPjUh8P
— pavan (@pspavan007) July 4, 2022
The most disgusting racist behaviour and language I have ever seen and experienced today @Edgbaston. Never in my life did I expect this could happen. Racism is rife in 2022. @ECB_cricket #NoRoomforRacism #ENGvIND #ENGvsIND pic.twitter.com/9ZvkA3fSCa
— Dhruv Patel (@Dh2uv) July 4, 2022
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোড়ন পড়ে জেতেই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি (ECB) জানিয়েছে, দ্রুত এজবাস্টন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ নিয়ে তদন্ত শুরু করা হবে। ইসিবি জানিয়েছে পরপর এই ধরনের অভিযোগ পেয়ে তারা উদ্বিগ্ন। ক্রিকেটে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। যারা এর সঙ্গে যুক্ত তাদের রেয়াত করা হবে না বলেও আশ্বাস দিয়েছে ইংল্যান্ড বোর্ড।
Edgbaston has been working hard to create a safe and inclusive environment. If you’ve experienced or witnessed any discrimination, find out how to report it here: https://t.co/M7NjhFVPwg
— England and Wales Cricket Board (@ECB_cricket) July 4, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.