Advertisement
Advertisement
Trent Boult

বিশ্বকাপ মঞ্চে অবসর ঘোষণা, নিউজিল্যান্ডের জার্সিতে আর খেলবেন না বোল্ট

পাপুয়া নিউ গিনি ম্যাচের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা জানালেন বোল্ট।

Emotional Trent Boult calls T20 World Cup exit his last day for New Zealand

নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন বোল্ট।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 18, 2024 3:47 pm
  • Updated:June 18, 2024 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবে কেউই আন্তর্জাতিক কেরিয়ার থেকে সরে যেতে চাইবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক ভাবে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড।
সোমবার পাপুয়া নিউ গিনি ম্যাচের পরে ট্রেন্ট বোল্ট জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন।  কিউয়িদের জার্সি পরে ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বোল্ট। কিন্তু শেষটা তাঁর ভালো হল না। নিজেও তা স্বীকার করে নিয়েছেন বোল্ট। যদিও পাপুয়া নিউ গিনিকে দাঁড়াতে না দিয়ে শেষ ম্যাচ জিতে নেয় কিউয়িরা।

[আরও পড়ুন: আজ ইউরোয় সিআর-অবতরণ, রোনাল্ডোকে রোখার হুঙ্কার চেক কোচের]

এর আগে বোল্ট জানিয়েছিলেন, এটাই তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটেও যে পূর্ণচ্ছেদ টেনে দেবেন বোল্ট, তা কি আগে কেউ বুঝতে পেরেছিলেন? 
সবাই ধরেই নিয়েছিলেন, দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে আর দেখা যাবে না বোল্টকে। কিন্তু পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচের পরে ৩৪ বছরের ক্রিকেটার জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁকে আর দেখা যাবে না।
বোল্ট বলেছেন, ”শেষ দুদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পরে নতুন করে আর কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।” 
বোল্ট সম্পর্কে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ”সব ফরম্যাটের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে বোল্ট।” 

Advertisement

[আরও পড়ুন: তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ডেভিড, শক্তি বাড়ল লাল-হলুদের আক্রমণভাগে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement