Advertisement
Advertisement
Gautam Gambhir

‘গড়ো বা ভেঙে ফেল, এই ফ্র্যাঞ্চাইজি তোমারই’, আইপিএলের আগে গম্ভীরকে পরামর্শ শাহরুখের

গম্ভীরের উপরে পূর্ণ আস্থা কিং খানের, সাংবাদিক বৈঠকে জানালেন কেকেআর-এর মেন্টর।

Either make it or break it, says Shah Rukh Khan to KKR mentor Gautam Gambhir

গৌতম গম্ভীরের দিকে তাকিয়ে ইডেন।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 18, 2024 9:43 pm
  • Updated:March 18, 2024 10:38 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুবার আইপিএল খেতাব জিতেছে। ২০১২ এবং ২০১৪ সালে। সেই গৌতম গম্ভীর আবারও ফিরে এসেছেন নাইট শিবিরে। কেকেআর-কে বদলে দেওয়ার জন্য গম্ভীরের হাতে নাইট কর্তৃপক্ষ তুলে দিয়েছে দলের রিমোট কন্ট্রোল। পারবেন কি গম্ভীর?
২২ মার্চ বল গড়াচ্ছে আইপিএলের। তার আগে কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর বলছেন, ”আমি খুব কঠিন একজন মানুষ। শাহরুখ খান ও ভেঙ্কি মাইশোরকে ধন্যবাদ জানাই। আমি একগুঁয়ে প্রকৃতির। শাহরুখ খান আমাকে বলেছিলেন, গড়ো বা ভেঙে ফেল, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি।” 

[আরও পড়ুন: মোহনবাগানের কাছে পাঁচ গোল হজম, হতাশ ইস্টবেঙ্গল গোলকিপারকে ‘জীবনের পাঠ’ দিলেন বাস্তব]

গম্ভীরের হাতে যখন নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছিল ২০১১ সালে, তখনও একই কথা বলেছিলেন কিং খান। এবারও সেই একই কথা বলেছেন শাহরুখ। গম্ভীর বলছেন, ”আমি জবাবে বলি আমি কতটা কী করতে পারব, তা বলতে পারি না। তবে দলটাকে ভালো জায়গায় পৌঁছে দেব বলেই আশা রাখি।”
আইপিএলের বল গড়ানোর আগে গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, ”আমি কেকেআরকে সাফল্য এনে দিইনি বরং কেকেআর-ই আমাকে সফল করেছে। কেকেআর মানে সততা, ত্যাগ।” একই সুরে গৌতম গম্ভীর কিং খান সম্পর্কে বলেন, ”শাহরুখ খান আমাকে সততা শিখিয়েছেন। সকলকে সমান মর্যাদা ও সমান চোখে দেখতে শিখিয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: দুবার প্লে অফে উঠেও স্বপ্নভঙ্গ, অধরা আইপিএল পাবে লখনউ? একনজরে শক্তি-দুর্বলতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement