Advertisement
Advertisement
Eden

পেলেকে বিশেষ সম্মান জানাবে ইডেন, আমন্ত্রণ কসমস ম্যাচের মোহনবাগান টিমকে

ইডেন পৌঁছে পরিপূর্ণ তদারকি করতে দেখা গেল সৌরভকে।

Eden to pay tribute to Legend Pele during India vs Sri Lanka match | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 11, 2023 11:09 am
  • Updated:January 12, 2023 10:38 am

স্টাফ রিপোর্টার: ১২ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ইডেনে এসে যদি আপনি গৌতম সরকার, প্রদীপ চৌধুরী, সুব্রত ভট্টাচার্য, শ‌্যাম থাপাদের সারিবদ্ধভাবে আবিষ্কার করেন, মোটেও অবাক হবেন না। কারণ ভারতীয় ফুটবলের এই নক্ষত্রদের কাছে আমন্ত্রণ চলে গিয়েছে। যাঁরা মোহনবাগানের হয়ে খেলেছিলেন সাতাত্তরের কসমস ম‌্যাচে। তাঁদের ইডেনে ভারত- শ্রীলঙ্কা ম‌্যাচে আমন্ত্রণ জানিয়ে ফুটবল সম্রাট পেলেকে স্মরণ করতে চাইছে সিএবি।

দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele)।  যিনি সাতাত্তরের ইডেনে খেলে গিয়েছিলেন মোহনবাগানের বিরুদ্ধে কসমসের জার্সি গায়ে। শোনা গেল, ম‌্যাচের মাঝে কোনও একটা সময় পেলেকে নিয়ে এক মিনিটের তথ‌্যচিত্রের বন্দোবস্ত করছে সিএবি। যা অবশ‌্যই ম‌্যাচ ঘিরে শহরের দর্শকদের মধ্যে আবেগের নতুন দিগন্ত খুলে দেবে।

Advertisement

Eden

[আরও পড়ুন: আর কতদিন চোটের কবলে? নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজেও খেলতে পারবেন না বুমরাহ!]

শহুরে আবেগের উত্তুরে হাওয়া বাড়ছেও ক্রমশ। বাড়ছে মঙ্গলবার গুয়াহাটি ওয়ানডে’তে বিরাট কোহলির সেঞ্চুরির পর। শোনা গেল, বাইশ হাজার টিকিট (অনলাইন ও অফলাইন মিলিয়ে) বিক্রি-বাটা শেষ। বাকি যে হাজার দশেক পড়ে আছে, সেটাও নিশ্চিত উড়ে যাবে বুধবার দুপুরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের চাটার্ড ফ্লাইটে কলকাতা অবতরণের পর। ভারতের (Team India) বুধবার কোনও প্র‌্যাকটিস শিডিউল নেই। টিম সোজা এয়ারপোর্ট থেকে হোটেলে যাবে। শুধু কোচ রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা ইডেন ঘুরে গেলেও যেতে পারেন।

Eden1

মঙ্গলবার ইডেনে (Eden Gardens) আবার এমন একজনকে দেখা গেল, যিনি এতদিন শহরে খেলাটেলা পড়লে কোমর বেঁধে নেমে পড়তেন। সৌরভ গঙ্গোপাধ‌্যায় আর বোর্ড প্রেসিডেন্ট নন। সিএবিতেও নেই। কিন্তু ক্রিকেট নিয়ে আবেগ যাবে কোথায়? গতকাল ইডেনে উপস্থিত হয়ে সৌরভকে পরিপূর্ণ তদারকি করতে দেখা গেল পুরনো দিনের মতো। পরে সৌরভ বলেন, ‘‘কী খেলল বিরাট! এটা প্রমাণ হয়ে গিয়েছে ভারতের মাটিতে ভারতকে হারানো খুবই কঠিন।’’ জশপ্রীত বুমরাহর সিরিজ থেকে ছিটকে যাওয়া নিয়েও জিজ্ঞাসা করা হল। সৌরভের কথায়, ‘‘বুমরাহ অবশ‌্যই টিমের সম্পদ। ওর থাকাটা বড় ফ‌্যাক্টর। কিন্তু চোট-আঘাত থাকলে কিছু করার নেই। একজন পেসারের চোট লাগতেই পারে।’’

[আরও পড়ুন: নজরে শিল্পে বিনিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমানোর পথে রাজ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement