Advertisement
Advertisement

Breaking News

Eden Garden

ইডেন নাকি চিপক? স্টেডিয়ামে হলুদ ঝড়, ব্যাট হাতে ধোনিকে দেখার স্বপ্নপূরণ দর্শকদের

ইডেনে রানের পাহাড় তৈরি করল সিএসকে।

Eden Garden has become Chepauk as MS Dhoni plays against KKR | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 23, 2023 9:23 pm
  • Updated:April 23, 2023 11:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রবিবার ইডেন গার্ডেন্সের যে ছবি ছড়িয়ে পড়েছে, তা দেখে যে কোনও কলকাতাবাসীরই অবাক হওয়ার কথা। কারণ আইপিএলে ইডেনকে এভাবে দেখতে একেবারেই অভ্যস্ত নন তাঁরা। কিন্তু একটা মানুষ একাই বদলে দিল ক্রিকেটের নন্দন কাননের রং। তিনি মহেন্দ্র সিং ধোনি। সেই নামের আবেগে ভেসেই ইডেনে উঠল হলুদ ঝড়। 

গত ম্যাচে জয়ের পরই ধোনির (MS Dhoni) মুখে শোনা গিয়েছিল, কেরিয়ারের অন্তিম লগ্নে চলে আসার কথা। অবসরের ইঙ্গিত দিয়েছিলেন মাহি। এহেন আবহে রবিবার ইডেনে কলকাতার বিরুদ্ধ নামেন ধোনি। তিন বছর পর প্রাক্তন ভারত অধিনায়ককে কাছে পেয়ে আপ্লুত গোটা শহর। হয়তো এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023)। হয়তো শেষবারের মতো ইডেনে খেললেন তিনি। ধোনি তো শুধু ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি আবেগ, ভালবাসা, শ্রদ্ধা আর অনুপ্রেরণার প্রতীক। আর তাই শুধু তাঁকে একবার চোখের দেখা দেখতে এদিন ইডেন ভরিয়ে ছিলেন ক্রিকেটভক্তরা। তাঁকে ব্যাট হাতে দেখার ইচ্ছেও পূরণ হল দর্শকদের।  

Advertisement

[আরও পড়ুন: অভিনেতার হাতে হেনস্তার শিকার! রেগে আগুন উর্বশী, ‘খবর’ ছড়াতেই কী করলেন অভিনেত্রী?]

টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাটিং করতে পাঠান কেকেআর (KKR) ক্যাপ্টেন নীতীশ রানা। ফলে ধোনি কখন ব্যাট করতে নামবেন, সেই প্রতীক্ষাতেই ছিলেন সমর্থকরা। তার আগে অবশ্য কনওয়ে, রাহানে, শিবম দুবেরা লম্বা লম্বা ইনিংস খেলে চেন্নাইকে রানের পাহাড়ে (২৩৫/৪) পৌঁছে দিয়েছিলেন। ধোনি নামের শেষ ওভারে। খেলেন তিনটি বল। করেন ২ রান। ফ্রি হিটে তাঁর হেলিকপ্টার শট দেখার ইচ্ছে থাকলেও, তেমনটা এদিন আর হয়নি।

কেকেআরের ম্যাচ মানেই ইডেন জুড়ে বেগুনি ঝড়। কিন্তু এদিন একেবারে অন্য দৃশ্যের সাক্ষী রইল তিলোত্তমা। কার্যত গোটা স্টেডিয়ামকে হলুদ মুড়ে ফেলেই যেন ধোনিকে ধন্যবাদ জানালেন তাঁর অগণিত ভক্তরা। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে ইডেন হয়ে উঠল ধোনির ‘হোম গ্রাউন্ড’। তাই তো ধোনি বলে দেন, “আমার মনে হয় আমি একটা সময় খড়গপুরে রেলে চাকরি করতাম। সেটি কলকাতা থেকে মাত্র দু’ঘন্টার পথ। বাংলার মানুষ ওটির সঙ্গে আমাকে বেশি জড়াতে ভালবাসে। আমারও কলকাতায় খেলতে এলে নিজের শহরে খেলছি মনে হয়।”

[আরও পড়ুন: প্যারিস সাঁ জাকে বিদায়? ‘১৫টি স্যুটকেস’ নিয়ে বার্সেলোনায় মেসি! তুঙ্গে জল্পনা]     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement