Advertisement
Advertisement
ISL 2023-24 East Bengal

সোমবার হোম ম্যাচ ইস্টবেঙ্গলের, সমর্থকদের কথা চিন্তা করে পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠাল লাল-হলুদ

ম্যাচ শুরু হবে রাত ৮ টায়।

East Bengal has sent a letter to transport minister before ISL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 23, 2023 10:54 am
  • Updated:September 23, 2023 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল (ISL 2023-24) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি মাসের ২৫ তারিখ প্রথম ম্যাচ লাল-হলুদের। ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মাঠে বল গড়ানোর আগে সভ্য-সমর্থকদের কথা মাথায় রেখে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে চিঠি পাঠিয়েছে ইস্টবেঙ্গল।

লাল-হলুদের প্রায় প্রতিটি হোম ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। ম্যাচ শেষ হতে হতে প্রায় রাত দশটা। প্রিয় ক্লাবকে সমর্থনের জন্য সভ্য-সমর্থকরা দূর-দূরান্ত থেকে আসেন। এই সভ্য-সমর্থকদের মধ্যে যেমন অল্পবয়সিরা রয়েছেন, তেমনই বর্ষীয়ান পুরুষ-মহিলাও থাকেন। খেলা দেখতে আসে শিশুরাও। রাত ১০ টায় খেলা শেষ হলে স্বাভাবিক ভাবেই সমর্থকদের বাড়ি ফিরতে সমস্যা হবে। 

Advertisement

 

[আরও পড়ুন: বারাণসীতে চাঁদের হাট, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাসে প্রধানমন্ত্রী মোদি]

 

সভ্য-সমর্থকদের অসুবিধার কথা চিন্তা করে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। পরিবহণ মন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে, ম্যাচ শেষের পরে সভ্য-সমর্থকদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয়, সেই কারণে যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে এসপ্ল্যানেড, উল্টোডাঙা, গড়িয়া, বেহালা, বারাসত, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশনে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহণের ব্যবস্থা যেন রাখা হয়। উল্লেখ্য, মোহনবাগানও একই কারণ তুলে ধরেছে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে। 

[আরও পড়ুন: Asian Games 2023: এশিয়ান গেমসের উদ্বোধন আজ, ডায়মন্ড লিগের সাফল‌্যই বাড়াচ্ছে পদকের আশা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement