সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল (ISL 2023-24) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি মাসের ২৫ তারিখ প্রথম ম্যাচ লাল-হলুদের। ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মাঠে বল গড়ানোর আগে সভ্য-সমর্থকদের কথা মাথায় রেখে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে চিঠি পাঠিয়েছে ইস্টবেঙ্গল।
লাল-হলুদের প্রায় প্রতিটি হোম ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। ম্যাচ শেষ হতে হতে প্রায় রাত দশটা। প্রিয় ক্লাবকে সমর্থনের জন্য সভ্য-সমর্থকরা দূর-দূরান্ত থেকে আসেন। এই সভ্য-সমর্থকদের মধ্যে যেমন অল্পবয়সিরা রয়েছেন, তেমনই বর্ষীয়ান পুরুষ-মহিলাও থাকেন। খেলা দেখতে আসে শিশুরাও। রাত ১০ টায় খেলা শেষ হলে স্বাভাবিক ভাবেই সমর্থকদের বাড়ি ফিরতে সমস্যা হবে।
সভ্য-সমর্থকদের অসুবিধার কথা চিন্তা করে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। পরিবহণ মন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে, ম্যাচ শেষের পরে সভ্য-সমর্থকদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয়, সেই কারণে যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে এসপ্ল্যানেড, উল্টোডাঙা, গড়িয়া, বেহালা, বারাসত, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশনে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহণের ব্যবস্থা যেন রাখা হয়। উল্লেখ্য, মোহনবাগানও একই কারণ তুলে ধরেছে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.