সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফিতে দুরন্ত বোলিং বাংলার পেসার আকাশ দীপের। ব্যাট হাতে লড়াই চালালেন। ক্রিজে পড়ে থেকে রানে ফিরলেন কেএল রাহুলও। কিন্তু তাতেও জয় পেল না ইন্ডিয়া এ দল। অভিমন্যু ঈশ্বরণের বি দলের কাছে তারা হেরে গেল ৭৬ রানে।
শনিবারই দলীপের অন্য ম্যাচে জয় পেয়ে গিয়েছিল ইন্ডিয়া সি। ফলে এদিন সব নজরই ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে বি ও এ দলের ম্যাচের দিকে। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ। সেখানে দলে জায়গা পেতে বড় ভূমিকা নিতে পারে দলীপ ট্রফির পারফরম্যান্স। শুভমান গিল, ঋষভ পন্থ, কেএল রাহুলদের উপরও ছিল বিশেষ নজর। সেখানে রানে ফিরেছেন ঋষভ। কিন্তু দু ইনিংসেই বড় রান তুলতে ব্যর্থ শুভমান। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রাহুল হাফসেঞ্চুরি করলেও এ দলকে জয় এনে দিতে পারলেন। জলে গেল গোটা ম্যাচে আকাশ দীপের ৯ উইকেটও।
বি দল প্রথমে ব্যাট করে তোলে ৩২১ রান। যেখানে অনবদ্য ইনিংস খেলেছিলেন মুশির খান। অভিষেকেই ১৮১ রান করে তিনি ভেঙে দিয়েছিলেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড। এ দলের হয়ে ৪ উইকেট পেয়েছিলেন আকাশ দীপ। জবাবে মাত্র ২৩১ রানে থেমে যায় শুভমান গিলদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ৬১ রানের সুবাদে ২৭৫ রানে লক্ষ্য স্থির করে তারা। কিন্তু দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৯ রান করেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে আকাশ নেন ৫টি উইকেট। কিন্তু বড় রান ধাওয়া করতে নেমে ফের ব্যর্থ শুভমানরা।
ওপেনিংয়ে ময়ঙ্ক আগারওয়াল আউট হন মাত্র ৩ রানে। শুভমান ফেরেন ২১ রান করে। রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিবম দুবের মতো তারকারা ব্যাট হাতে ব্যর্থ। একমাত্র কেএল রাহুলই পিচে পড়ে থাকলেন। ৫৭ রান করে লড়াই চালিয়ে যান তিনি। বল হাতে পারফরম্যান্সের পর ৪৩ রান করেন আকাশ দীপ। কিন্তু মুকেশ কুমার, যশ দয়াল, নবদীপ সাইনিরা দুরন্ত বোলিং করেন। ইন্ডিয়া এ দলের ইনিংস থেমে যায় ১৯৪ রানে। বি দল জেতে ৭৬ রানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.