আলাপন সাহা: গত রনজিতে পারফরম্যান্স বেশ ভালো ছিল। আইপিএলেও বেশ কিছু দারুণ ইনিংস উপহার দিয়েছেন বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল। এবার বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছেন জাতীয় নির্বাচকরাও।
শুধু নির্বাচকরাই নন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ নিজেও খোঁজ নিয়েছেন অভিষেকের সম্পর্কে। ঋষভ পন্থ ফিরেছেন। তাঁকে দলীপ ট্রফির টিমেও রাখা হয়েছে। মনে করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের টিমেও থাকবেন ঋষভ। ভারতীয় টিম ম্যানেজমেনট চাইছেন উইকেটকিপার-ব্যাটারের ক্ষেত্রে আরও বেশি বিকল্প তৈরি করতে।
অনেকেই মনে করছেন ঋষভ আর অভিষেকের ব্যাটিংয়ের স্টাইলটা অনেকটা এক। আগ্রাসী। ফলে মিডল অর্ডারে ঋষভের মতো একজন থাকলে পার্থক্য করে দিতে পারেন। সেটা আগেও দেখা গিয়েছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ঋষভ। ভারতীয় ক্রিকেট মহলে যা খবর, তাতে অভিষেককেও তৈরি করে নেওয়ার ভাবনা-চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবারের দলীপ ট্রফিটা অভিষেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় ক্রিকেট মহলের কেউ কেউ মনে করছেন, দলীপে যদি পোড়েল ভালো পারফর্ম করতে পারেন, তাহলে নির্বাচকদের নজরে আরও বেশি করে চলে আসবেন।
আগামী তিন-চার মাসে ভারতীয় দল দশটা টেস্ট খেলবে। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরে রয়েছে। সেখানে রোহিত শর্মার টিম তিনটে টেস্ট খেলবেন। তারপর অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ টেস্ট রয়েছে। কারও কারও মনে হচ্ছে দলীপ ট্রফিতে বঙ্গ উইকেটকিপার-ব্যাটার যদি বড় রান করতে পারেন, তাহলে কোনও একটা সিরিজে স্কোয়াডে ডাক পেলেও পেয়ে যেতে পারেন অভিষেক। অভিষেক এখন সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কি না, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.