Advertisement
Advertisement

Breaking News

Duleep Trophy

দলীপে ব্যাটিং ব্যর্থতার চক্রব্যূহে লড়ছেন বাংলার ব্যাটার অভিমন্যু, লাল বলের ক্রিকেটে ব্যর্থ রিঙ্কু

দলীপের অন্য ম্যাচে তিলক বর্মার সেঞ্চুরিতে ভালো জায়গায় ইন্ডিয়া এ দল।

Duleep Trophy: Abhimanyu Easwaran scores century and Rinku Singh fails

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:September 14, 2024 6:34 pm
  • Updated:September 14, 2024 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলটো দিক থেকে পড়ে যাচ্ছে একের পর এক উইকেট। অন্যদিকে মাটি কামড়ে পড়ে আছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে দলীপ ট্রফিতে লড়াইয়ে রয়েছে ইন্ডিয়া বি দল। সি দলের বিরাট রান তাড়া করতে গিয়ে তাদের একমাত্র ভরসা এখন অভিমন্যুই। অন্য ম্যাচে তিলক বর্মার সেঞ্চুরির সৌজন্যে ডি দলের বিরুদ্ধে জয়ের দিকে এগোচ্ছে ইন্ডিয়া এ।

অনন্তপুর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় ছিল বি দল। কোনও উইকেট না হারিয়ে তাদের রান ছিল ১২৪। এর আগে ঈশান কিষানের সেঞ্চুরিতে সি দল তুলেছিল ৫২৫ রান। কিন্তু তৃতীয় দিনে এসেই বিপর্যয়। অংশুল কাম্বোজের বোলিংয়ে একের পর এক ফিরে গেলেন মুশির খান, সরফরাজ খান, রিঙ্কুরা। বাংলাদেশ সিরিজে ডাক পেয়েছেন সরফরাজ। কিন্তু দলীপে তাঁর ফর্ম চিন্তাজনক। অন্যদিকে লাল বলের ক্রিকেটে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না রিঙ্কু। শেষ পর্যন্ত ত্রাতা হয়ে উঠলেন অভিমন্যু। এখনও তিনি অপরাজিত আছেন ১৪৩ রানে। তৃতীয় দিনের শেষে তাদের রান ৭ উইকেটে হারিয়ে ৩০৯। যদিও এখনও বি দল পিছিয়ে আছে ২১৬ রানে।

Advertisement

দলীপের অন্য ম্যাচে কঠিন লড়াই অপেক্ষা করে আছে ডি দলের জন্য। প্রথম ইনিংসে ২৯০ রান করেছিল ইন্ডিয়া এ। পালটা জবাবে মাত্র ১৮৩ রানে থেমে যায় শ্রেয়স আইয়ারের ডি দল। ব্যর্থ হন অধিনায়ক নিজেও। দ্বিতীয় ইনিংসে আর থামানো যায়নি ময়ঙ্ক আগারওয়ালদের। প্রথম সিংয়ের সেঞ্চুরির পাশাপাশি শতরান করেন তিলক বর্মাও। তিনি অপরাজিত ছিলেন ১১১ রানে। ৩৮০ রানে ডিক্লেয়ার করে দেয় এ দল। জয়ের জন্য ডি দলের কাছে লক্ষ্য ৪৮৮ রান। তৃতীয় দিনের শেষে ডি দলের রান ১ উইকেট হারিয়ে ৬২। ক্রিজে আছেন যশ দুবে ও রিকি ভুঁই। এখনও তাদের হাতে শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসনের মতো তারকা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement