Advertisement
Advertisement

Breaking News

Team India

ফের ভারতীয় দলের কোচের হটসিটে ভিভিএস লক্ষ্মণ, জানালেন জয় শাহ

১৮ আগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত।

Dravid given a break, set to sit out tour of Zimbabwe, Laxman to coach Team India | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2022 2:49 pm
  • Updated:August 13, 2022 2:49 pm  

স্টাফ রিপোর্টার: আয়ারল্যান্ডের পর এবার জিম্বাবোয়ে। ফের ভারতীয় দলের কোচের হটসিটে দেখা যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)।

১৮ আগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দল। এদিকে ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু এশিয়া কাপ (Asia Cup)। ফলে মাঝে সময়ের ব্যবধান খুব কম। তা মাথায় রেখে রাহুল দ্রাবিড়ের জায়গায় ‘অ্যাক্টিং হেড কোচ’ হিসেবে জিম্বাবোয়ে সফরে পাঠানো হচ্ছে লক্ষ্মণকে। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। 

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদির ডাকে সাড়া দিয়ে তেরঙ্গা উত্তোলন লস্কর জঙ্গির পরিবারের]

শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “জিম্বাবোয়ে সফরের তিনটি ওডিআই ম্যাচের সিরিজে ভারতের কোচের দায়িত্বে থাকবেন ভি ভি এস লক্ষ্মণ।” হঠাৎ দ্রাবিড়ের জায়গায় লক্ষ্মণ কেন? তাও পরিষ্কার করে দিয়েছেন বোর্ড সচিব। জয় শাহ (Jai Shah) বলেছেন, “কোচের দায়িত্ব থেকে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বিশ্রাম দেওয়া হচ্ছে, তা নয়। ভারতের জিম্বাবোয়ে সফর শেষ হচ্ছে ২২ আগস্ট। দ্রাবিড়-সহ ভারতীয় দল এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছবে ২৩ আগস্ট। ফলে দুই ইভেন্টের মধ্যে সময়ের ব্যবধান খুব কম। তা বিবেচনা করে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন লক্ষ্মণ।”

[আরও পড়ুন: গোয়ার পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলল তৃণমূল, বেশিরভাগ আসনে জয় বিজেপির]

দীর্ঘ চোটধাক্কা সামলে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে কেএল রাহুলের। দলের নেতৃত্বেও রয়েছেন তিনি। রাহুল ছাড়াও এই সাফরে যাচ্ছেন এশিয়া কাপে ভারতীয় দলে (Indian Team) থাকা দীপক হুডা। জিম্বাবোয়ে সফর শেষ করে সরাসরি দুবাইয়ে ভারতীয় শিবিরে যোগ দেবেন এই দুই ভারতীয় তারকা, জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement