Advertisement
Advertisement

Breaking News

Nitish Rana

খোঁজ নেই নীতীশ রানার! কেকেআর সহ-অধিনায়ককে নিয়ে তুঙ্গে জল্পনা

চোটের জন্য আরসিবির বিরুদ্ধে খেলতে পারেননি নীতীশ।

Doubts on Nitish Rana injury before KKR match against DC

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 2, 2024 11:53 am
  • Updated:April 2, 2024 11:53 am

স্টাফ রিপোর্টার: কেকেআর সহ-অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) কোথায়? তিনি কি টিমের সঙ্গে বিশাখাপত্তনমে? তিনি কি বাড়ি ফিরে গিয়েছেন? তাঁর চোটই বা কতটা গুরুতর? ইডেনে গত ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম‌্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান নীতীশ। তার পর থেকে তাঁকে আর টিমের সঙ্গে কোথাও আর দেখা যাচ্ছে না।

আরসিবির বিরুদ্ধেও খেলেননি নীতীশ। স্কোয়াডেই ছিলেন না। কেকেআরের (KKR) মিডিয়ার দায়িত্বে যাঁরা, তাঁদেরও জিজ্ঞাসা করলে কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। উল্টে চরম ঢাকঢাক গুড়গুড় চলছে। রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলা শেষে কেকেআর প্লেয়াররা গত রবিবারই বিশাখাপত্তনম পৌঁছে গিয়েছেন। দিল্লি ক‌্যাপিটালসের বিরুদ্ধে খেলতে। তা, বিশাখাপত্তনমে টিমের নামার যে ভিডিও দেওয়া হয়েছে টিমের তরফে, সেখানেও কোথাও নীতীশ নেই।

Advertisement

[আরও পড়ুন: ভালোবাসার ‘অত্যাচার’! ভক্তের কাণ্ড দেখে আঁতকে উঠলেন রোহিত

ধোঁয়াশা আরও বেড়েছে নীতীশের দেওয়া এক ইনস্টাগ্রাম স্টোরিতে। চেন্নাইয়ের বিরুদ্ধে ঋষভ পন্থের ইনিংস দেখার পর যা দিয়েছিলেন তিনি। সেখানে যা আসবাবপত্র দেখা যাচ্ছে, তা বাড়ির। টিম হোটেলের হওয়া সম্ভব নয়। যে কারণে বলাবলি চলছে, নীতীশের চোট গুরুতর নয় তো? তিনি কি বাড়ি ফিরে গেলেন? উত্তর নেই।

Advertisement

কেকেআর উত্তর খোঁজার চেষ্টা করছে আরও একটা বিষয়ের। ফিল্ডিংয়ের। প্রথম দুই ম‌্যাচ কেকেআর জিতলেও আরসিবির বিরুদ্ধে ফিল্ডিং ভুগিয়েছে নাইটদের। যে কারণে এ দিন ফিল্ডিংয়ের আলাদা ক্লাস করালেন গৌতম গম্ভীর। বিশেষ করে তিনি পড়লেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের মতো কাউকে কাউকে নিয়ে, যাঁদের ফিল্ডিং একটু কমজোরি। দেখার, গম্ভীরের ক্লাসে দিল্লির বিরুদ্ধে কোনও লাভ হয় কি না?

[আরও পড়ুন: ডাগ আউটে নেই কুয়াদ্রাত, কেরলের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ইস্টবেঙ্গলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ