গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে এভাবেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের পর ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জিততে পারবে টিম ইন্ডিয়া (Team India)? এটাই এখন সবার মুখে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে আরও একটি বিষয় নিয়ে আলোড়িত ক্রিকেট দুনিয়া। বিরাট কোহলি (Virat Kohli) কি আসন্ন কাপ যুদ্ধে বিপক্ষ দলগুলোর বিরুদ্ধে দাপট দেখাতে পারবেন? এই দুটি প্রশ্নের সঙ্গে আরও একটি ইস্যু নিয়ে আলোচনা চলছে। ভারতের মহাতারকাকে কি আদৌ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) খেলতে দেখা যাবে? এই বিষয়ে ক্রিকেট পণ্ডিতরা নানান মন্তব্য করলেও, সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) মনে করেন ২০০৭ সালের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে, দলে ‘কিং কোহলি’-কে (King Kohli) ভীষণভাবে প্রয়োজন।
একটি ইউ টিউব চ্যানেলে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বলেন, “আমি মনে করি বিরাট কোহলি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। ওকে ছাড়া ভারতীয় দল ভাবাই যায় না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স মনে আছে তো? সেই ম্যাচে বিরাট পাক বোলারদের সংহার না করলে, ভারতের হার নিশ্চিত ছিল। এমন পরস্থিতি কিন্তু আগামী বছরের বিশ্বকাপেও আসতে পারে। সেখানে বিরাটের মতো অভিজ্ঞ ম্যাচ উইনার দরকার।”
গত বছর ১০ নভেম্বর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটকে শেষবার দেখা গিয়েছিল। এরপর আর ২০ ওভারের ফরম্যাটে ভারতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি। পরবর্তী সময় ভারতীয় দল একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও, সেখানে বিরাট ছিলেন গরহাজির। আসন্ন এশিয়া কাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপের আগে তাঁর ওয়ার্কলোড কমানোর জন্যই এমন উদ্যোগ নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই ফরম্যটে আরও বেশি জুনিয়রদের দেখে নেওয়া হচ্ছে। যদিও বাঙ্গার মনে করেন, বিশ্বকাপ জিততে হলে শুধু শুভমন গিল, তিলক বর্মা, রিঙ্কু সিং-দের দিয়ে চলবে না।
তিনি ফের যোগ করেন, “আবার বলছি বিশ্বকাপের মতো বড় মঞ্চে নার্ভ বজায় রেখে পারফর্ম করা মুখের কথা নয়। সামান্য ভুল হলেই কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এমন ইভেন্টে বিরাটকে প্রয়োজন। চাপের মধ্যে কীভাবে পারফর্ম করতে হয়, সেটা বিরাট জানে। কারণ ও বড় ম্যাচের ক্রিকেটার।”
আগামী বছর ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ৩০ জুন পর্যন্ত। এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে চাপিয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন বিরাট। ১০৭ ইনিংসে তাঁর রান ৪০০৮। গড় ৫২.৭৩। স্ট্রাইক রেট ১৩৭.৯৬। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩৭টি অর্ধ শতরান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৬১ বলে সর্বোচ্চ ১২২ রানে অপরাজিত ছিলেন বিরাট। ৩৪ বছরের বিরাট এখনও আগের মতোই সুপার ফিট। তাই তিনি যদি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.