Advertisement
Advertisement
শেহওয়াগ

পছন্দ রোহিত! ধোনি-কোহলির অধিনায়কত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন শেহওয়াগ

কী অভিযোগ শেহওয়াগের?

Don’t Know If Virat Kohli Talks To His Players Or Not,says Sehwag
Published by: Subhajit Mandal
  • Posted:February 2, 2020 10:36 am
  • Updated:February 2, 2020 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বরাবরই পরিচিত স্পষ্টবক্তা হিসাবে। ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বহু বার তিনি বিতর্ক তৈরি করেছেন। ফের ক্রিকেটবিশ্বে বিস্ফোরণ ঘটালেন বীরেন্দ্র শেহওয়াগ। এবার একই সঙ্গে তাঁর নিশানায় একই সঙ্গে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কেন ঋষভ পন্থ সুযোগ পাচ্ছেন না, সেই প্রশ্ন তুলে বিরাটকে বিঁধলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

Virat-Rohit

Advertisement

বীরু বলছেন, ‘‘যদি পন্থকে দলেই না রাখা হয় ও রান করবে কী করে? যদি তোমার মনে হয় ঋষভের ম‌্যাচ জেতানোর ক্ষমতা আছে, তা হলে ওকে খেলানো হচ্ছে না কেন? কারণ তোমাদের মনে হয় ও ধারাবাহিক নয়? আমাদের সময় কোনও ক্রিকেটারকে দলে না রাখা হলে অধিনায়ক তাদের সঙ্গে গিয়ে কথা বলত। জানি না বিরাট কোহলি (Virat Kohli) সেটা করে কিনা। আমি তো আর টিম ম‌্যানেজমেন্টের অংশ নই।’’ রোহিত শর্মার উদাহরণ টেনে এনে শেহওয়াগ (Virender Sehwag) আরও বললেন, ‘‘আমি শুনেছি এশিয়া কাপে রোহিত শর্মা (Rohit Sharma) যখন অধিনায়ক ছিল ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলত।’’ স্পষ্টতই শেহওয়াগ বিরাটের থেকে রোহিতকে অধিনায়ক হিসেবে বেশি পছন্দ করছেন। কোহলির চেয়ে রোহিতের অধিনায়কত্বর ধরন যে বীরুর বেশি পছন্দ তাও গোপন করেননি তিনি।

Rohit-Dhoni

[আরও পড়ুন: ঘোষিত উপদেষ্টা কমিটির তিন সদস্যের নাম, মদন লাল ছাড়াও রয়েছেন এই দুই তারকা]

এ তো গেল বর্তমান ভারত অধিনায়কের প্রসঙ্গ। ধোনি নিয়েও ক্ষুব্ধ শেহবাগ বললেন, ‘‘মনে আছে অস্ট্রেলিয়ায় গিয়ে একবার ধোনি বলেছিল দলের প্রথম তিনজন ব‌্যাটসম‌্যান খুব স্লো ফিল্ডার। আমাদের সঙ্গে সেই ব‌্যাপারে কখনও কথা বলেনি। মিডিয়া থেকে পরে জানতে পেরেছিলাম। টিম মিটিংয়ে কিন্তু বলা হয়েছিল রোহিত শর্মা নতুন এসেছে বলে ওকে সুযোগ দেওয়া হবে। আর তাই জন‌্য স্কোয়াড রোটেট করা হবে। যদি এখনও এমন ঘটনা ঘটে থাকে তা হলে সেটা খুবই খারাপ।’’ শেহওয়াগের এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটে যে রীতিমতো বিস্ফোরণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement