Advertisement
Advertisement
Eden Gardens

জেলা প্রতিনিধিকে ইডেনে ঢুকতে বাধা! বিতর্ক সিএবিতে, সমস্যা মেটাতে আসরে স্নেহাশিস

ঠিক কী ঘটেছে সিএবিতে?

District representative allegedly denied entry at Eden Gardens
Published by: Anwesha Adhikary
  • Posted:December 4, 2024 10:29 pm
  • Updated:December 4, 2024 10:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে প্রবেশ করতে বাধা দেওয়া হল সিএবির জেলা প্রতিনিধিকে। জানা গিয়েছে, ইডেনে ঢোকার জন্য দিনকয়েক আগে নতুন নিয়ম চালু করেছে সিএবি। সেই নিয়মের জেরেই আটকে দেওয়া হয় ওই জেলা প্রতিনিধিকে। গোটা বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছে সিএবির অন্দরে। অবস্থা সামাল দিতে মাঠে নামতে হয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে।

ঠিক কী ঘটেছে সিএবিতে? ঘটনার সূত্রপাত গত ২৯ নভেম্বর। ওইদিন সিএবি-র ট্যুর, ফিক্সচার ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাসের ঘরে দেখা করতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক সেই সময়েই সৌরভের সঙ্গে দেখা করতে যান জেলার কয়েকজন। কিন্তু ঘরের বাইরে নিরাপত্তারক্ষী মোতায়েন করেন শান্তনু সাহা নামে এক ব্যক্তি। সেই নিরাপত্তারক্ষীরা জেলা প্রতিনিধিদের আটকে দেন। তাতে জেলা প্রতিনিধিরা যথেষ্ট ক্ষুব্ধ হন।

Advertisement

প্রেসিডেন্ট ও সিএবি-র শীর্ষকর্তাদের ঘনিষ্ঠ শান্তনু একাধিকবার এমন অন্যায্য আচরণ করে থাকেন বলে আগেই অভিযোগ ছিল। গত ২৯ নভেম্বরের ঘটনায় সেই অভিযোগ আরও বেড়েছে। যদিও সম্প্রতি সিএবি প্রেসিডেন্ট নিয়ম করেছেন, ইডেন গার্ডেন্সে ঢুকতে গেলে রেজিস্টারে নাম লিখতে হবে। কার সঙ্গে কেন দেখা করতে এসেছেন, উল্লেখ করতে হবে সেই সমস্ত তথ্যও। নতুন এই নিয়ম নিয়ে বিতর্ক ছিলই। তার মধ্যেই ঘটেছে এই ঘটনাটি।

শোনা যাচ্ছে, অভিযুক্ত শান্তনুকে আপাতত কয়েকদিনের জন্য সিএবিতে আসতে বারণ করা হয়েছে। সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জেলা প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন তিনি। তবে শোনা যাচ্ছে, শান্তনুকে সিএবির স্থায়ী কর্মচারী করার কাগজপত্র প্রায় পাকা হয়ে গিয়েছে। তার মধ্যেও কয়েকদিন শান্তনুকে সিএবিকে আসতে বারণ করা হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement