Advertisement
Advertisement
Ranji Trophy

‘টুয়েলভথ ফেল’-এ বাবা বিধুর ম্যাজিক, রনজি অভিষেকে পুত্রের সেঞ্চুরি

অগ্নির দল অবশ্য ম্যাচ হেরে যায় রনজি ট্রফিতে।

Director Vidhu Vinod Chopra’s Son Agni scores a ton on his debut in Ranji Trophy । Sangbad Pratidin

বিধু বিনোদ চোপড়া আর তাঁর ছেলে অগ্লি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 10, 2024 2:13 pm
  • Updated:January 10, 2024 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ কুমার শর্মা। সেই কাহিনি ‘টুয়েলভথ ফেল’ উপন্যাসে তুলে ধরেন লেখক অনুরাগ পাঠক। তা থেকেই চিত্রনাট্য সাজান বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra)। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার প্রশংসায় এখন গোটা দেশ। রুপোলি পর্দায় বিধুর ম্যাজিক। মাঠে পুত্র অগ্নির আগুনে ব্যাটিং।  
বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া (Agni Chopra) রনজি ট্রফির অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। মিজোরামের হয়ে খেলছেন অগ্নি। মিজোরামের ম্যাচ ছিল সিকিমের সঙ্গে। সেই ম্যাচেই অগ্নি ১৭৯ বলে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ম্যাচটা হেরে যায় মিজোরাম। কিন্তু নজর কাড়েন অগ্নি। তাঁর ব্যাট গর্জে ওঠে।

 

Advertisement

[আরও পড়ুন: এমবাপেকে নিয়ে জল্পনার মধ্যেই নতুন টুইস্ট! ফরাসি তারকাকে নিয়ে মুখ খুললেন পিএসজি প্রেসিডেন্ট]

সিকিম প্রথম ইনিংসে করেছিল ৯ উইকেটে ৪৪২ রান। মিজোরামের প্রথম ইনিংস শেষ হয় ২১৪ রানে। দলের ৭৫ শতাংশ রানই করেন অগ্নি। দ্বিতীয় ইনিংসে অগ্নি মাত্র ৭৪ বলে ৯২ রান করেন। সিকিম ম্যাচটা ৪ উইকেটে জিতে নেয়। হেরে গেলেও অগ্নির ব্যাটিং প্রশংসিত হয়।
মার্কিন মুলুকের মিচিগানে জন্ম অগ্নির। মুম্বইয়ের জুনিয়র দলের হয়ে কেরিয়ার শুরু করেন তিনি। পরবর্তীকালে মিজোরামের হয়েই খেলতে দেখা যায় অগ্নি চোপড়াকে। গতবছরের অক্টোবরে মিজোরামের হয়ে প্রথম ম্যাচ খেলেন অগ্নি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে মাত্র ৫ রান করেছিলেন অগ্নি। এক মাস পরে চণ্ডীগড়ের বিরুদ্ধে লিস্ট এ ম্যাচে ১৫ রান করেছিলেন অগ্নি।  সেই অগ্নিই ব্যাট হাতে ক্রিকেট মাঠে নেমে প্রমাণ করলেন, ”বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া”

[আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের আগে কোহলির সঙ্গে আলোচনায় নির্বাচকরা! বাড়ছে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement