Advertisement
Advertisement
MS Dhoni

সর্বকালের সেরা একাদশ থেকে বাদ ধোনি! নেটদুনিয়ায় ট্রোলের শিকার হয়ে ক্ষমাপ্রার্থী কার্তিক

বড় ভুল হয়ে গিয়েছিল, বার্তা প্রাক্তন কেকেআর অধিনায়কের।

Dinesh Karthik sorry for not including MS Dhoni in all time team

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 23, 2024 4:27 pm
  • Updated:August 23, 2024 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বকালের সেরা ভারতীয় একাদশ সাজিয়েছিলেন নিজের পছন্দমতো ক্রিকেটারদের নিয়ে। কিন্তু সেই দলে জায়গা মেলেনি জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের। এমন দল নির্বাচন করে নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দীনেশ কার্তিক। কোন যুক্তিতে মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করলেন, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় প্রাক্তন উইকেটকিপারকে। তবে এবার নিজের ভুল স্বীকার করে নিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

দিনকয়েক আগে ভারতীয়দের নিয়ে সর্বকালের সেরা একাদশ গঠন করেছিলেন কার্তিক। সেখানে ছিলেন রোহিত শর্মা, বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড়, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জশপ্রীত বুমরাহ এবং জাহির খান। এই একাদশ প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? কার হাতেই বা থাকবে উইকেটকিপারের দস্তানা? তবে অনেকেই ধরে নেন, পার্টটাইমার হিসাবে উইকেটকিপার হবেন দ্রাবিড়।

Advertisement

[আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফিরছে বিরল ঘটনা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ দিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা

তবে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে ধোনির অনুপস্থিতি নিয়ে। ব্যক্তিগত সম্পর্কের শীতলতার কারণেই কি ক্যাপ্টেন কুলকে নিজের সেরা একাদশ থেকে বাদ দিয়েছেন? কার্তিককে নিয়ে এমন প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করে নেটদুনিয়ায়। এবার সেই বিষয়টি নিয়ে একটি চ্যানেলে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার। সাফ বলেন, “বড় ভুল হয়ে গিয়েছিল ভাই। সত্যিই খুব বড় ভুল করে ফেলেছি।” জানিয়েছেন, কেবল ভারতীয় নয়, বিশ্বের সেরা একাদশে জায়গা করে নিতে পারেন ধোনি।

কার্তিক মেনে নেন, তাঁর দল নির্বাচনে ভুল ছিল। নিজের উইকেটকিপার হয়েও সর্বকালের সেরা একাদশে কোনও উইকেটকিপার রাখতে ভুলে গিয়েছিলেন। তবে সর্বকালের সেরা দলে এবার ধোনিকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক। জানিয়েছেন, তাঁর দলের সাত নম্বরে নামবেন মাহি। ভারতের যেকোনও দলেই অধিনায়ক হতে পারেন ক্যাপ্টেন কুল। তবে ধোনির বদলে কাকে দল থেকে বাদ দিলেন? সেই প্রশ্নের জবাব অবশ্য দেননি ডিকে।

[আরও পড়ুন: রিজওয়ানের ডবল সেঞ্চুরি কাড়লেন অধিনায়ক! পাক ক্রিকেটে দ্রাবিড়-শচীন বিতর্কের ছায়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement