কলকাতা নাইট রাইডার্স। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারই শেষবার। তার পরে দীনেশ কার্তিককে (Dinesh Karthik ) আর আইপিএল (IPL) খেলতে দেখা যাবে না। আইপিএলের মেগা ইভেন্টের পরে আন্তর্জাতিক কেরিয়ারেও ইতি টেনে দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র জানিয়েছে, এবছরই দীনেশ কার্তিকের শেষ আইপিএল।
২০০৮ সালে আইপিএলের আবির্ভাব। শুরু থেকেই তিনি রয়েছেন। ছটি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কার্তিক। প্রথম বছর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। এখন দিল্লি ডেয়ারডেভিলসের নাম বদলে হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপরে কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে খেলেছেন। তাঁর বর্তমান দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কার্তিক এখনও পর্যন্ত আইপিএলের ১৬ মরশুমে মাত্র ২টি ম্যাচে অংশ নেননি। বিরল ব্যাপার বলাই যায়। প্রথম মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি ম্যাচে খেলেননি। গতবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামেননি।
২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেতাব জেতেন কার্তিক। ২০২৩ মরশুমটা অবশ্য ভালো যায়নি তাঁর। ২০২২ সালে আরসিবি-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইপিএলের প্লে অফের ছাড়পত্র জোগাড় করেছিল আরসিবি। কার্তিকেরও জায়গা হয়েছিল ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে। সেই কার্তিক তাঁর কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.