Advertisement
Advertisement

Breaking News

Yuzvendra Chahal

একসঙ্গে খেলা দেখা-ডিনার, সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট! মাহভাশের প্রেমে মজে চাহাল?

সদ্য ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স রয়েছে যুজবেন্দ্র চাহালের।

Did Yuzvendra Chahal seal a new relationship in the midst of the IPL by liking Mahvash's post?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 3, 2025 6:59 pm
  • Updated:April 3, 2025 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স রয়েছে যুজবেন্দ্র চাহালের। কিন্তু সরকারিভাবে তাঁদের ডিভোর্সের অনেক আগে থেকেই চাহালের নতুন সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। আরজে মাহভাশের সঙ্গে বড়দিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী দু’জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা যায়। সেই মাহভাশের একটি সোশাল মিডিয়া পোস্ট ঘিরে আবারও দুজনের সম্পর্কর জল্পনা বাড়ল। 

এখন আইপিএলে ব্যস্ত চাহাল। তার মধ্যেই মাহভাশের সোশাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া দিয়ে এখন তো নেটপাড়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন ভারতীয় স্পিনার। ব্যাপারটা ঠিক কী? মাহভাশ একটি রিল পোস্ট করেছেন। সেই রিলে তাঁকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমার জীবনে যে পুরুষ আসবে, সে-ই আমার জীবনে একমাত্র পুরুষ হবে। সে-ই আমার বন্ধু, সে-ই বয়ফ্রেন্ড আবার সে-ই স্বামী হবে। আমার জীবন তাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। অপদার্থ পুরুষ চাই না। এই পরিস্থিতিতে অন্য কোনও পুরুষের সঙ্গে কথা বলতে পারি না।”

Advertisement

তবে নেটিজেনদের নজর কেড়েছে এই ভিডিওটির একটি লাইক। সেটি করেছেন স্বয়ং চাহাল। আর সেই দেখেই জোর চর্চা নেটপাড়ায়। গুঞ্জন, রিলে চাহালের কথাই বলতে চেয়েছেন আরজে মাহভাশ। এক নেটিজেন লিখছেন, ‘কোণে বসে ইউজি ভাই হাসছেন’। আরেক ভক্তের কথায়, ‘সবকিছুই ক্ষণস্থায়ী কিন্তু চাহালের পছন্দই একমাত্র স্থায়ী।’ আরেকজন লিখছেন, ‘চাহাল ভাই তো আলোর চেয়েও দ্রুত।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahvash (@rj.mahvash)

কে এই মাহভাশ? পেশায় রেডিও জকি তিনি। নিজের কাজের দুনিয়ায় তিনি বেশ জনপ্রিয়। মাত্র ২৪ বছর বয়সে দিল্লির এই রেডিও জকি যথেষ্ট পরিচিতি পেয়েছেন। এ জে কে মাস কমিউনিকেশন রিসার্চ সেন্টারের ছাত্রী ছিলেন তিনি, যেখান থেকে পড়াশোনা করেছেন শাহরুখ খানও। দেশের প্রথম মহিলা প্র্যাঙ্কস্টার হিসাবেও পরিচিত মাহভাশ। গত বড়দিনে চাহালের সঙ্গে ক্রিসমাস লাঞ্চ সেরেছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘পরিবারের সঙ্গে লাঞ্চ।’ তারপর থেকেই নেটপাড়ায় চাহাল-মাহভাশ ভাইরাল হওয়া শুরু। এবার কি নতুন মোড় নিচ্ছে তাঁদের বন্ধুত্ব? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement