Advertisement
Advertisement

Breaking News

Dhruv Jurel

ভারতের নতুন ‘ধ্রুবতারা’কে ধোনির সঙ্গে তুলনা গাভাসকরের! রোহিতদের শিখতে বললেন কুম্বলে

তরুণ ধ্রুবকে শুভেচ্ছা জানিয়ে গেলেন জো রুট।

Dhruv Jurel's maiden India Test fifty wins heart of Sunil Gavaskar, Anil Kumble has urged the other batters to show intent against England। Sangbad Pratidin

চাপের মুখে থাকা ভারতের মান বাঁচালেন ধ্রুব জুরেল। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 25, 2024 12:50 pm
  • Updated:February 25, 2024 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ দীপ (Akash Deep) আউট হতেই সবার চোখে-মুখে হতাশা। কারণ তখনও যে ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সেঞ্চুরি হতে আরও ২০ রান বাকি ছিল। সঙ্গীর অভাবে সেঞ্চুরি মাঠে ফেলে আসতে হবে না তো! টিম ইন্ডিয়ার (Team India) তরুণ উইকেটকিপার-ব্যাটারের জন্য সবাই প্রার্থনা করছেন। এর পর ধ্রুবর সঙ্গে ক্রিজে যোগ দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। উলটোদিকে, একটি ছক্কা ও চার মেরে ৯০-তে পৌঁছে যান ধ্রুব। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি এল না। টম হার্টলির একটা অনবদ্য ডেলিভারিতে বোল্ড ধ্রুব। যদিও ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তাঁর লড়াকু ৯০ রানের এই ইনিংস কোনও সেঞ্চুরির চেয়ে কম নয়। আর তাই তো সুনীল গাভাসকর (Sunil Gavaskar) পর্যন্ত ২১ বছরের ধ্রুবকে নিয়ে উচ্ছ্বস্বিত। মাইক হাতে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে ধ্রুবের তুলনা করে বসলেন।

ধারাভাষ্য দেওয়ার সময় সানি বলেন, “ধ্রুব দারুণ ব্যাট করল। তবে ওর কিপিং আমার আরও ভালো লেগেছে। ধ্রুব একজন স্ট্রিট স্মার্ট ক্রিকেটার। ওর ক্রিকেটীয় বুদ্ধি দারুণ। তাই আমার মতে ভারতীয় ক্রিকেটে আরও একটা মহেন্দ্র সিং ধোনি তৈরি হতে চলেছে। আমরা সবাই জানি ধোনি এক ও অদ্বিতীয়। ওর ধারেকাছে কেউ নেই। তবে মনে রাখবেন ধোনি কিন্তু এভাবেই দাপটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা করেছিল।”

Advertisement

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভিডিও দেখে সন্ধান পান বেন স্টোকস, রাঁচিতে ভারতের ত্রাস সেই বশির]

প্রথম ইনিংসে ইংল্যান্ড অন্তত ১৫০ রানের লিড নিতে পারত। তা হতে দেয়নি ধ্রুব-কুলদীপ যাদব জুটি। ইংল্যান্ডকে মানসিক ভাবে ভেঙে দেন কুলদীপ। তাঁর অনবদ্য ডিফেন্সের প্রশংসায় ক্রিকেট বিশেষজ্ঞরা। আর উলটোদিকে ধ্রুব। যেমন ডিফেন্স করেছেন, স্টেপ আউট করে বল গ্যালারিতে পাঠালেন। কুলদীপের পর আকাশ দীপের সঙ্গে অনবদ্য একটা জুটি গড়েন। ফলে প্রথম ইনিংসে ৩০৭ রান তুলে দেয় ভারত।

দলের বিপদে ১৪৯ বলে ৯০ রানের ইনিংস। তাঁর এই ইনিংস ভারতকে ম্যাচে ফিরিয়েছে। ধ্রুবের এমন ইনিংস দেখে অনিল কুম্বলে (Anil Kumble) আবার দলের বাকি ব্যাটারদের শিক্ষা নিতে বলে দিলেন। তিনি বলেন, “একজন ব্যাটার হিসেবে ধ্রুব আগাগোড়া ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। ইংরেজরা আক্রমণাত্মক ফিল্ডিং সাজালেও ধ্রুবকে আটকে রাখা যায়নি। কারণ ও জানে কোন বলটা কীভাবে খেলতে হয়। আশাকরি এই কঠিন পিচে ধ্রুবের লড়াই ড্রেসিংরুমে বসে থাকা বাকিদের শিক্ষা দেবে। আমি কারও নাম নিতে চাই না। তবে এখানে রান করতে গেলে ধ্রুবের ব্যাটিংকে মডেল করা উচিত।”

কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই পরিণত একটা ইনিংসে ধ্রুব বুঝিয়ে দিলেন, তিনি টেস্ট খেলার যোগ্য ব্যক্তি। তাই ৩১টি সেঞ্চুরি করা জো রুটও ভারতের তরুণকে শুভেচ্ছা জানিয়ে গেলেন।

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের টিকিটের চাহিদা দর্শকাসনের ২০০ গুণ! বিস্মিত মার্কিন আয়োজকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement