Advertisement
Advertisement
MS Dhoni

‘আমার ফেয়ারওয়েল…’ ইডেনে ধোনির মুখে অবসর প্রসঙ্গ, মনখারাপ মাহি ভক্তদের

কয়েকদিন আগেই ধোনি বলেছিলেন, শেষ পর্যায়ে পৌঁছেছে তাঁর ক্রিকেট কেরিয়ার।

Dhoni mentions farewell issue at Eden Gardens, left fans heartbroken | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 24, 2023 10:19 am
  • Updated:April 24, 2023 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বলেছিলেন, একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে তাঁর ক্রিকেট কেরিয়ার। এবার ইডেনে দাঁড়িয়ে সেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মুখে শোনা গেল ফেয়ারওয়েলের কথা। রবিবার ঘরের মাঠে ধোনির চেন্নাইয়ের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। কিন্তু ইডেনের গ্যালারি দেখে বোঝার উপায় ছিল না, আসলে কারা ঘরের মাঠে খেলছে। সেই মাঠে দাঁড়িয়েই অবসরের প্রসঙ্গ তুললেন ক্যাপ্টেন কুল।

কেকেআরের (Kolkata Knight Riders) ম্যাচ মানেই ইডেন জুড়ে বেগুনি ঝড়। কিন্তু রবিবার একেবারে অন্য দৃশ্যের সাক্ষী ছিল তিলোত্তমা। কার্যত গোটা স্টেডিয়ামকে হলুদ মুড়ে ফেলেই যেন ধোনিকে ধন্যবাদ জানালেন তাঁর অগণিত ভক্তরা। গ্যালারি দেখে আপ্লুত ক্যাপ্টেন কুল নিজেও। তিনি বলেন, “আমার মনে হয় আমি একটা সময় খড়গপুরে রেলে চাকরি করতাম। সেটি কলকাতা থেকে মাত্র দু’ঘন্টার পথ। বাংলার মানুষ ওটির সঙ্গে আমাকে বেশি জড়াতে ভালবাসে। আমারও কলকাতায় খেলতে এলে নিজের শহরে খেলছি মনে হয়।” 

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস?]

অনেকের ধারণা ছিল, এই হলুদ ঝড় কেবল ধোনির জন্যই। আসলে ইডেনের দর্শক চান, অসাধারণ ব্যাটিং করুন ধোনি। কিন্তু দিনের শেষে ম্যাচ জিতে মাঠ ছাড়ুক কেকেআর। এই ধারণাকেও ভুল প্রমাণ করে দিয়েছে রবিবারের ইডেন। বড় রান তাড়া করতে নেমে যখনই উইকেট হারিয়েছেন নীতীশ রানারা, তখন “সিএসকে, সিএসকে” শব্দব্রহ্মে কেঁপে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। ধোনির সঙ্গে সঙ্গে এদিন চেন্নাই সুপার কিংসেরও জয় চেয়েছে কলকাতা।

বিপক্ষের ঘরের মাঠে এমন সমর্থন পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলের প্রিয় মাহি। তবে ভক্তদের মন ভার করে তাঁর মুখে শোনা যায় ফেয়ারওয়েলের কথা। ম্যাচের শেষে ধোনি বলেন, “এত সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে পরের বার এই দর্শকদের অধিকাংশই কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। আসলে সকলে আমার জন্য একটা সুন্দর ফেয়ারওয়েলের ব্যবস্থা করতে চাইছেন। তাই সমস্ত দর্শককে ধন্যবাদ।” মাহির মুখে এই কথা শুনে ক্রিকেটপ্রেমীদের অধিকাংশের ধারণা, সত্যিই হয়তো আর মাঠে নেমে খেলবেন না ‘থালা’ ধোনি।

[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement