Advertisement
Advertisement
Virat Kohli

‘এত খারাপ খেলছো কেন?’ বিমানে ধোনির ভক্তের প্রশ্নে রেগে গিয়েছিলেন কোহলি, তারপর…

ধোনিকে অধিনায়কত্ব নিয়ে পরামর্শ দেয় ওই ভক্ত।

Dhoni Fan Asked me 'What's going on with your batting?'' then Kohli's did | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 27, 2023 11:54 am
  • Updated:February 27, 2023 11:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে ইংল্যান্ড সফর ভাল যায়নি বিরাট কোহলির (Virat Kohli)। ১০ ইনিংসে রান পেয়েছিলেন মোটে ১৩৪। অন্যদিকে ইংল্যান্ডের কাছে ১-৩ ফলে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। তখন ক্যাপ্টেন এমএস ধোনি (MS Dhoni)। এমন সুযোগ হাতছাড়া করেননি এক ক্রিকেট ভক্ত। বিমানে কোহলি ও ধোনিকে হাতে কাছে পেয়ে রীতিমতো বকাঝকা করেন। ধোনিকে ক্যাপ্টেনশিপ নিয়ে পরামর্শ দেন, বিরাটকে প্রশ্ন করেন, “এত খারাপ ব্যাট করছ কেন?” সম্প্রতি আরসিবি পডকাস্টের দ্বিতীয় সিজনের সাম্প্রতিক এপিসোডে মজার সেই ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন কোহলি (Virat Kohli)।

ইংল্যান্ড সফরের কিছুদিন পরের ঘটনা। বিমানে কোচি থেকে দিল্লি যাচ্ছিল ভারতীয় দল। উড়ানের সামনের দিকে বসেছিলেন ক্রিকেটাররা। হঠাৎই ধোনির এক ভক্ত এগিয়ে আসে বিরাটের কাছে। বিরাট বলেন, “চেন্নাই বাসিন্দা যুবক যিনি ধোনির বিরাট ভক্ত আমার দিকে এগিয়ে এসে বলে ওঠে, “এটা কী হচ্ছে কোহলি? পরের ম্যাচে কিন্তু তোমার থেকে একটা সেঞ্চুরি আশা করছি।”

Advertisement

[আরও পড়ুন: ৬ বছরে প্রতীক্ষার অবসান, কোচ টেন হাগের হাত ধরে ট্রফি ইউনাইটেডের]

কোহলি জানান, যুবকের এমন কথায় রাগ হয়েছিল তাঁর। কড়া জবাবও দিয়েছিলেন। কোহলি বলেন, “তখন বয়স কম ছিল। পালটা প্রশ্ন করি, সে কোন সংস্থায় কোন পদে কাজ করে। এরপর বলি, “আগামী তিন মাসের মধ্যে চেয়ারম্যান হতে হবে তোমাকে।” যুবক ভ্যাবাচ্যাকা খেলে কোহলি বুঝিয়ে দেন, ক্রিকেটটা ভিডিও গেম না।

[আরও পড়ুন: লড়েও পারল না দক্ষিণ আফ্রিকা, ফের মেয়েদের টি-২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার]

বিরাট জানিয়েছেন, এর পর তাঁকে ছেড়ে ধোনিকে নিয়ে পড়ে যুবক। তৎকানীন ভারত অধিনায়ককে দলের কম্বিনেশন, অধিনায়কত্ব নিয়ে গুচ্ছ গুচ্ছ টিপস দেয় সে। এর পরেই গোটা দল একসঙ্গে ‘কোচ’ ‘কোচ’ বলে চিৎকার শুরু করে। আর দাঁড়ায়নি ধোনির ভক্ত ওই যুবক। হাসতে হাসতে নিজের আসনে ফিরেস যায় সে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement