Advertisement
Advertisement

‘ধোনি ৮০ বছরের হোক বা হুইলচেয়ারে, আমার দলে রাখবই’

মাহির প্রশংসায় পঞ্চমুখ ডিভিলিয়ার্স।

Dhoni can be 80, he would still play for my team: AB de Villiers
Published by: Sulaya Singha
  • Posted:October 23, 2018 4:14 pm
  • Updated:October 23, 2018 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন এক কিংবদন্তি অন্য কিংবদন্তিকে নিয়ে কথা বলেন তখন যেন তা অতিরিক্ত মাত্র পায়। সেই মন্তব্য হয়ে থাকে চিরকালীন। প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সের মুখ থেকে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা ঠিক তেমনই শোনালো।

দু’জনই নিজেদের জায়গায় সেরা। ব্যাট হাতে হোক কিংবা উইকেটের পিছনে একজন এতকাল বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন, আর অন্যজন এখনও নিজের সেরাটা দিয়ে চলেছেন দলকে। প্রথমজন এবি এবং দ্বিতীয়জন অবশ্যই প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। বর্তমানে অবশ্য ধোনির ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ক্রিকেটমহলের একাংশ। তিনি ছন্দচ্যুত হলেই বলা হয়েছে অবসর নেওয়ার নাকি সময় হয়েছে। কিন্তু রতনে রতন চেনে। আর তাই তো মন খুলে মাহির প্রশংসা করলেন ডিভিলিয়ার্স।

Advertisement

[বড়সড় ফিক্সিং বিতর্ক ক্রিকেটে, গড়াপেটা হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্টেও]

ধোনির নিন্দুকও রয়েছে? বিষয়টাই যেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকার কাছে হাস্যকর। সমালোচকদের মুখে ছাই দিয়ে তিনি বলে দিলেন, ভারত সৌভাগ্যবান, যে তার কাছে ধোনি রয়েছে। শুধু তাই নয়, ডিভিলিয়ার্স বলেন, “হাস্যকর কথা বলেন আপনারা। আমি হলে আমার দলে ধোনিকে প্রতিবছর প্রতিদিন খেলাতাম। তা সে ধোনির আশি বছর বয়স হয়ে যাক কিংবা ও হুইলচেয়ারেই বসে থাকুক। তাও ও আমার দলে থাকত। ওর তুলনা হয় না। একবার ওর রেকর্ডের তালিকাটা দেখুন। এমন একজনকে দল থেকে কেউ বাদ দিতে চাইবে? আমি অন্তত এমন কোনও সিদ্ধান্ত নিতাম না। সবদিক থেকে ওকে দলে রাখা লাভজনক।”

ওয়ানডে-তে ভারত লাগাতার সাফল্য পেলেও সাম্প্রতিককালে ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি ধোনি। ফলে মিডল-অর্ডার ভাবাচ্ছে দলকে। চলতি বছর ১০টি ইনিংসে ধোনির সংগ্রহ ২২৫ রান। স্ট্রাইক রেট ৬৭.৩৬। কিন্তু এবির মতে, ধোনির মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের উপস্থিতি দলকে আলাদা আত্মবিশ্বাস জোগায়। আর তাঁর মগজাস্ত্র নিয়ে এখনও প্রশ্ন তোলে না ক্রিকেট বিশ্ব। দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে শলা-পরামর্শ করেই এখনও অনেক সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কোহলি। তাই চোখ বন্ধ করে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে ধোনির উপরই ভরসা রাখছেন এবি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement