খেলার মাঠে গেল প্রাণ! প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমন লাম্বা (Raman Lamba), ফিল হিউজের (Phillip Hughes) পর এবার অখ্যাত ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন (Dhanesh Vazhappilath Madhavan)। ক্রিকেট মাঠে ফের গেল প্রাণ। ওমানের মাসকাটে অ্যামেচার লিগের একটি ম্যাচ এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল। ঘটনাচক্রে মৃত ধনেশ ভারতীয় বংশোদ্ভূত। রেখে গেলেন স্ত্রী এবং তিন বছরের ছেলেকে।
তাঁর দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, “শারীরিকভাবে ফিট ছিল ধনেশ। আমাদের দলের সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের এই ম্যাচে খেলত। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি। ও ব্যাট এবং বল দুটোই করেছে। মাঠে নিজের পজিশন নেওয়ার পর আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। খুব দ্রুত মিসফার একটি হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়। সেটি বন্ধ থাকায় আর একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তাররা ওকে মৃত বলে ঘোষণা করেন।”
ধনেশকে বাঁচিয়ে তোলার জন্য কি কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর চেষ্টা করা হয়েছিল?জবাবে শ্রীজেশ যোগ করেন, “আমার এই বিষয়ে জ্ঞান নেই। মাথা ঘুরে পড়ে গিয়েছে ভেবেই আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।”
ওমানের অ্যামেচার লিগে এমন ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে মহম্মদ জাফর নামে এক ক্রিকেটারের একইভাবে মৃত্যু হয়েছিল। এমনকি পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে গত কয়েক বছরে এভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সেটা মেনেও নিয়েছেন মাসকট টেনিস বল ক্রিকেট লিগের (Muscat Tennis Ball Cricket League) সচিব শাহির আহমেদ। তিনি বলেছেন, “হ্যাঁ এটা ঠিক যে গত কয়েক বছরে একইভাবে পাঁচজন মারা গিয়েছে। সেইজন্য আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এবং এই ইস্যু নিয়ে ওমানের ক্রীড়া দপ্তেরর সঙ্গেও আলোচনা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.