জয় শাহ। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। আইসিসিতে যাওয়ার আগে জয় যে বিসিসিআই সচিব পদে ছিলেন, সব ঠিক থাকলে সেই পদে এবার বসতে চলেছেন দেবজিৎ সাইকিয়া। এ ছাড়া বিসিসিআই কোষাধ্যক্ষ পদে বসতে চলেছেন প্রভতেজ সিং ভাটিয়া। আশিস সেলারের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।
দীর্ঘদিন ধরেই একাধিক নাম উঠে আসছিল সচিব পদের দৌড়ে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে আইপিএলের প্রধান অরুণ ধুমল, অনেকেরই নাম ভাসছিল। এমনকী প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি এই পদে আসতে পারেন, এরকম জল্পনাও ছড়িয়েছিল। যিনি বর্তমানে দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। একটা সময় শোনা যাচ্ছিল সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নামও। কিন্তু শেষ পর্যন্ত এই হেভিওয়েটদের কেউই বোর্ড সচিব পদের জন্য মনোনয়নপত্র তোলেননি।
বিসিসিআই ওয়েবসাইটে ঘোষিত নির্বাচনী সূচি অনুযায়ী, শনিবার বিকাল চারটের মধ্যে বোর্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে হত। কিন্তু এদিন সচিব পদে শুধু বিসিসিআইয়েরই যুগ্ম-সচিব দেবজিৎ সাইকিয়া মনোনয়ন দিয়েছেন। তিনি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেন। এই দুই পদের জন্য আর কেউ মনোনয়ন না তোলায়, দুজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। যদিও তাঁদের মনোনয়ন পত্র স্ক্রুটিনি প্রক্রিয়া বাকি। আগামী ১২ জানুয়ারি বিসিসিআই সাধারণ সভায় সচিব পদে দেবজিৎ এবং কোষাধ্যক্ষ পদে প্রভতেজের নাম ঘোষণা করা হতে পারে।
দেবজিৎ সাইকিয়া এতদিন বিসিসিআই যুগ্ম সচিব পদে ছিলেন। জয় শাহর অনুপস্থিতিতে তিনিই অস্থায়ীভাবে সচিবের কাজ সামলাচ্ছেন। এবার স্থায়ী সচিব হতে চলেছেন তিনি। তবে যুগ্ম সচিব পদটি এবার শূন্য হয়ে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.