জাদেজার আউটের মুহূর্ত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে চেন্নাই (Chennai Super Kings)। ঘরের মাঠে ৫ উইকেটে অনায়াসে জিতেছে রুতুরাজের দল। কিন্তু এই ম্যাচে বিতর্ক সঙ্গী হল জাদেজার (Ravindra Jadeja) আউট নিয়ে। যা নিয়ে রীতমতো ক্ষুব্ধ চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।
ঠিক কী ঘটেছিল চিপকে? ১৪১ রানের লক্ষ্য তাড়া করছিল চেন্নাই। ম্যাচ জিততে যখন আর ২১ রান বাকি, তখন আউট হন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় রান নেওয়ার সময় সঞ্জু স্যামসনের ছোঁড়া বল তাঁর পিঠে লাগে। ইচ্ছাকৃত ভাবে বল আটকেছেন। এই যুক্তিতে ফিল্ডিং অবস্ট্রাকশনের জন্য চেন্নাই অলরাউন্ডারকে আউট দেন আম্পায়াররা। মাঠেই নিজের বিরক্তি প্রকাশ করেন জাদেজা।
তাঁর পাশে দাঁড়িয়েই আউটের নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন মাইক হাসি। চেন্নাইয়ের ব্যাটিং কোচ বলেন, “আমি খেলা চলাকালীন পুরো বিষয়টা দেখেছি। জাদেজা পিছনে ফিরে দৌড়নোর চেষ্টা করছিল। তাতে দিক বদলে গিয়েছিল। কিন্তু ও তো দৌড়নোর সময় দিক বদলায়নি। আমি ঘটনার দুটো পিঠই দেখতে পাচ্ছি। ও যেমন ইচ্ছাকৃত দিক বদলায়নি। তেমনই নিয়ম অনুযায়ী দিক বদলালে আউট দেওয়া যায়। তবে ওর বিষয়টা আম্পায়াররা ভেবে দেখতে পারত। এটা সঠিক সিদ্ধান্ত কিনা, তা নিয়ে সংশয় আছে।”
THE MOMENTS RAVINDRA JADEJA GIVEN OUT FOR OBSTRUCTING THE FIELD AT CHEPAUK. 🤯 pic.twitter.com/R4sN3p86qP
— Tanuj Singh (@ImTanujSingh) May 12, 2024
এ বিষয়ে এমসিসির ৩৭.১ ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে। ইচ্ছাকৃত ভাবে বল উইকেটের দিকে যাওয়ার সময় আটকালে আম্পায়ার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর জন্য আউট দিতে পারে। তবে সেটা আদৌ ইচ্ছাকৃত কিনা দেখার দায়িত্ব আম্পায়ারের। জাদেজার ক্ষেত্রে সেটাই হয়েছে বলে মনে করেছেন তারা। এর আগে ২০১৩ সালে নাইট রাইডার্সের ইউসুফ পাঠান এবং ২০১৯ সালে অমিত মিশ্র ‘ফিল্ড অবস্ট্রাকশনের’ জন্য আউট হন। জাদেজাকে নিয়ে আইপিএলে তৃতীয় ক্রিকেটার এই ঘটনার শিকার হলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.