Advertisement
Advertisement

Breaking News

India vs Australia Ajay Jadeja

দিল্লিতে দ্বিতীয় টেস্ট, ২৪ বছর আগের ঘটনা মনে করিয়ে অজিদের ভয় দেখাচ্ছেন জাদেজা

কোন ঘটনার উল্লেখ করলেন জাদেজা?

Delhi's Arun Jatiley stadium should have low bounce feels Ajay Jadeja । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 16, 2023 1:42 pm
  • Updated:February 16, 2023 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফিতে পিছিয়ে থেকে দিল্লিতে এসেছে অস্ট্রেলিয়া (Australia) শিবির। স্পিন বোলিং খেলার ক্ষেত্রে অজিদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রথম টেস্ট। ১৩২ রানে প্রথম টেস্টে হার মানে অস্ট্রেলিয়া। তিন দিনে শেষ হয়ে যায় প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)  ২৪ বছর আগের স্মৃতি তুলে ধরে ভয় দেখাচ্ছেন অস্ট্রেলিয়াকে। 

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলে (Anil Kumble) ১০ উইকেট নিয়েছিলেন। জিম লেকারের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে জাদেজা বলছেন, ”দিল্লির পিচে বাউন্স খুব কমই থাকে। যদি ঘাস রাখা হয়, তাহলে তা ব্যাটিং সহায়ক হয়। পাকিস্তানের বিরুদ্ধে এখানেই অনিল কুম্বলে ১০টি উইকেট নিয়েছিল। স্পিনাররা এখানে সাহায্য পায়।” নাগপুর টেস্টে রবিচন্দ্রন অশ্বিন দু’ ইনিংস মিলিয়ে আট উইকেট নেন। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন অশ্বিন।

Advertisement

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারতে হল মেসি-নেইমারের পিএসজি-কে]

দিল্লিতে তিনি কী করেন সেটাই দেখার। রবীন্দ্র জাদেজাও প্রথম টেস্টে ভেলকি দেখান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২উইকেট নেন জাদেজা। দিল্লি টেস্টে ভারতীয় স্পিনারদের কি সামলাতে পারবে অস্ট্রেলিয়া, সেটাই দেখার। এদিকে জাদেজা বলছেন, ”শুরুটা ভাল করতে হবে অস্ট্রেলিয়াকে। তবে আমার মনে হয় ডেভিড ওয়ার্রনারকে দ্বিতীয় টেস্টে বসানো হবে না। কারণ দ্বিতীয় টেস্টে ওয়ার্নারকে বসানোর মতো মনের জোর নেই অস্ট্রেলিয়ার।”  

 

[আরও পড়ুন: পাভারের ট্যাকলে পা ভাঙতে পারত মেসির, ক্ষুব্ধ নেইমার বললেন, ‘তুমি কি উন্মাদ?’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement