Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

ঋষভকে নিয়ে হঠাৎ ধীরেচলো নীতি নিচ্ছে দিল্লি! কিন্তু কেন? কারণ জানালেন সৌরভ

শেষ পর্যন্ত কবে মাঠে নামতে পারবেন ঋষভ?

Delhi Capitals cautious, will not push Rishabh Pant in excitement ahead of IPL 2024, says Sourav Ganguly

বিশ্বকাপের সময় ঋষভকে দিল্লির অনুশীলনে দেখা গিয়েছিল। উপস্থিত ছিলেন সৌরভ ও রিকি পন্টিং। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 2, 2024 1:59 pm
  • Updated:March 13, 2024 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যাচ্ছিল আসন্ন আইপিএলে (IPL 2024) তিনিই দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) নেতৃত্ব দেবেন। কিন্তু ক্রোড়পতি লিগ যত এগিয়ে আসছে ততই ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে ধিরেচলো নীতি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহারাজের দাবি, ঋষভকে মাঠে নামিয়ে দেওয়ার জন্য দিল্লি শিবির একেবারেই তাড়াহুড়ো করবে না। বাড়তি উত্তেজনায় মাতবে না।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, “গত কয়েক মাস ধরেই এনসিএ-তে রিহ্যাব করছে ঋষভ। শোনা যাচ্ছে ও খুব দ্রুত ম্যাচ ফিট হয়ে উঠছে। তবে মাঠে নামার জন্য ওকে পুরো ফিট হতে হবে। সেইজন্য এনসিএ-এর সার্টিফিকেট দরকার। আশাকরি সব ঠিক থাকলে আগামী ৫ মার্চের মধ্যে ঋষভের ব্যাপারে আমরা সব আপডেট পেয়ে যাব। এর পর আমরা পরবর্তী বিষয়ে ভাবনাচিন্তা করব। বিকল্প অধিনায়ক কে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব।”

Advertisement

[আরও পড়ুন: বিরাটের টেস্ট সিরিজ না খেলা লজ্জাজনক! বিস্ফোরণ ঘটালেন অ্যান্ডারসন]

এখানেই থেমে না থেকে সৌরভ আরও বলেন, “আমরা খুব সাবধানে দেখেশুনে পদক্ষেপ নেব। কারণ ঋষভের সামনে দীর্ঘ কেরিয়ার রয়েছে। তাই বাড়তি উত্তেজনা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে যাব না। আগে ঋষভের সঙ্গে একবার কথা বলি। ও কীভাবে ভাবছে সেটাও শোনা দরকার। এনসিএ ফিট সার্টিফিকেট দিলেই ঋষভ ক্যাম্পে যোগ দিতে পারবে। এর পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।”

শেষ পর্যন্ত ঋষভ আইপিএলে খেললেও তিনি উইকেটকিপিং করবেন এমন কোনও নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে উইকেটের পিছনে গ্লাভস হাতে কে দাঁড়াবেন? একাধিক বিকল্প অবশ্য দিল্লির কাছে রয়েছে। বাংলার অভিষেক পোড়েল ছাড়া রিকি ভুঁই, কুমার কুশাগ্র, সাই হোপ, ট্রিসটিয়ান স্টাবসরা কিপার হিসেবে খ্যাত। তাই কিপার নিয়ে বেশি চিন্তিত নন সৌরভ।

২০২২ সালের ৩০ ডিসেম্বর। ভোরের আলো ফোটার আগেই মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ। কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই তাঁকে সোশাল মিডিয়াতে দেখা গিয়েছিল। গত আইপিএল চলার সময় দিল্লির খেলাও দেখতে এসেছিলেন। একাধিক অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। সুযোগ পেলেই ঋষভ চলে এসেছেন খেলার মাঠে। প্রতিদিন নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি। তেমনই ছবি গত বিশ্বকাপ চলার সময় দেখা যায়। সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাম্প চলছিল। সেখানে এসেছিলেন ঋষভ। এহেন ঋষভ কবে মাঠে ফিরতে পারেন সেটাই দেখার।

[আরও পড়ুন: বাবা-মায়ের হাতে ম্যাচের সেরার পুরস্কার তুলে দিলেন ধ্রুব, কী লিখলেন তরুণ উইকেটকিপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement